শ্রমিকদের রেশন নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ চাই

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের রেশন নিশ্চিত করার বাজেটের দাবিতে গত ৬ মে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সভাপতি শ্রমিক নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সম্পাদক সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা এম.এ শাহীন, কে. এম মিন্টু, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন, সোহেল রানা প্রমুখ। শ্রমিক নেতারা বলেন, আমরা শ্রমজীবী মানুষেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জীবন চালাতে পারছি না। তাই শ্রমিক, শিল্প ও জাতীয় স্বার্থে রেশনের জন্য বাজেট বরাদ্দ দিয়ে প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালু করে চাল, ডাল, আটা, তেল ও শিশু খাদ্য দিতে হবে। সমাবেশ শেষে শ্রমিকদের লাল পতাকা মিছিল প্রেসক্লাবের হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..