‘সাদা-কালো’
একতা প্রতিবেদক :
সেদিন বাজারে গিয়ে এক লোক রেগেমেগে বলছিলেন, ‘বাজারে হার্মাদ ঢুকেছে, কিছুই আর আমাদের নিয়ন্ত্রণে নেই। এ একেবারে ঘোর কলিযুগ।’ তখন পাশ থেকে একজন শুধরে দিয়ে বললেন, ‘ভাই, কলিযুগ আরও অন্তত ১০ বছর আগেই চলে গেছে। এখন ডিজিটাল যুগ চলতাছে। অন্য দেশে কলিযুগ চললেও আমাদের দেশে তা নাই।’
এখন আসলে কলিযুগ নাকি ডিজিটাল যুগ চলছে, এ নিয়ে নানা দ্বিধা-দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু বাংলাদেশে যে অবস্থা চলছে, তাতে এই দেশটা বোধহয় খুব শিগগিরই ‘হীরক রাজার দেশ’ বনে যাবে। কারণ, হীরক রাজার দেশে সব চলে উল্টো পথে। সেখানে ‘ভাল জনে রইলো ভাঙ্গা ঘরে/ মন্দ যে সে সিংহাসনে চড়ে/ ও ভাই সোনার ফসল ফলায় যে তার/ দুই বেলা জোটে না আহার’।
আগামী অর্থবছরের বাজেট পেশের পর অনেকেই এই কথা আরও জোর দিয়ে বলে চলেছেন। কিন্তু মানুষ তো আর এটা বুঝে না। ভাল আর মন্দ এই দুয়ে মিলে সংসার। সংসারে ভাল করতে হলে মন্দকে দূরে সরিয়ে রাখতে হয়। আর রাজনীতিতে ভাল কিছু করতে হলে মন্দকে সঙ্গে রেখেই নাকি করতে হয়।
দেশ চালানো এটা রাজনীতির অংশ। ফলে এখানে ভাল-মন্দ দুইই একসঙ্গে থাকবে তাতে আর অবাক করার কী আছে। কিন্তু বাজাটের বক্তব্য দেশে অনেকেই বেজায় হয়েছেন, যে সেখানে নাকি ভাল চেয়ে মন্দকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী অর্থবছর কালো টাকা সাদা করতে সরকারকে কর দিতে হবে মাত্র ১৫ শতাংশ। যদিও প্রদর্শিত বা বৈধ আয়ের ওপর কর পরিশোধ করতে হবে তার দ্বিগুণ। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণির সর্বোচ্চ করসীমা ২৫ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীতের প্রস্তাব করা হচ্ছে। অর্থাৎ বৈধ আয়ের ওপর করাঘাত আরও বাড়ল।
প্রথম পাতা
সংবিধান নিয়ে বিতর্ক গণতান্ত্রিক উত্তরণকে নস্যাৎ করবে
ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, এবার?
ডেঙ্গুর সঙ্গে বাড়ছে চিকনগুনিয়া ও জিকা ভাইরাস আক্রান্ত রোগী
৬ ডিসেম্বর ঢাকায় সিপিবির সমাবেশ
রাজধানীর উত্তর-দক্ষিণ সিটির নাগরিক সেবা তলানিতে
সর্বক্ষেত্রে দুর্নীতি-লুটপাট দলীয়করণ কৃষকদের নিঃস্ব করে দিয়েছে
সারাদেশে শোষণ বৈষম্যবিরোধী গণতান্ত্রিক অভিযাত্রা সিপিবির
‘সংস্কৃতি চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি’
‘ভোট’
Login to comment..