আবার বনের মধ্যে রাস্তা বানাতে চায় এলজিইডি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গাজীপুর সংবাদদাতা : এক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে গাজীপুরের শ্রীপুরের সদর বিটের সংরক্ষিত বনে আড়াই কিলোমিটার সড়ক নির্মাণ। বন বিভাগের বাধায় বন্ধ থাকার পর সম্প্রতি বালু ড্রেসিংয়ের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গত ২৮ এপ্রিল সেই কাজও বন্ধ করে দেয় বন বিভাগ। এতে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। স্থানীয়রা বলছেন, ইউপি চেয়ারম্যান নিজস্ব লোক দিয়ে ওই মানববন্ধন করিয়েছেন। তারা বলছেন, রাস্তা নির্মাণের উদ্যোগের নেপথ্যে উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধানও রয়েছেন। ইতোমধ্যে প্রভাবশালীদের থাবায় শ্রীপুরে শত শত একর বনাঞ্চল ধ্বংস হয়েছে। সংরক্ষিত বনের বুকচিরে রাস্তা তৈরি হলে বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়াসহ স্থানীয় পরিবেশ ক্ষতির মুখে পড়বে। এ কারণে সড়কটি নির্মাণ ঠেকাতে চায় বন বিভাগ। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। ১৯ নভেম্বর জেলা সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয় বনের ক্ষতিসাধন করে কোনো রাস্তা করা যাবে না। নতুন রাস্তার ক্ষেত্রে যাচাই-বাছাই করে এলজিইডিকে প্রকল্প গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ২ হাজার ১৩৬ মিটার সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করেছে এলজিইডি। এ রাস্তার মধ্যে বনভূমি পড়েছে ১ হাজার ৪৭০ মিটার ও ব্যক্তিমালিকানাধীন জমি পড়েছে ৬৬৬ মিটার। এ ছাড়া পুরো রাস্তাটি সংরক্ষিত বনাঞ্চল ২০ ধারার আওতাভুক্ত। এ এলাকায় সড়ক নির্মাণ করতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র নেওয়ার কথা। তবে তা নেওয়া হয়নি। মোখলেছুর রহমান বলেন, আমরা বারবার নিষেধ করেছি, বন বিভাগের অনাপত্তি নিয়ে কাজ করতে বলেছি। তারা নির্দেশ অমান্য করে আবারও কাজ শুরু করেছে, আবারও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়ে বাধা দিয়েছি। তবে রাস্তাটি অনেক পুরনো বলে দাবি করেছেন গোসিঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শাহীন আহমেদ। তিনি বলেন, বন বিভাগকে অনেকে ভুল বুঝিয়ে এমন কাজ করাতে পারে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান বলেন, বিভিন্ন সময় বন বিভাগের জায়গা দিয়ে রাস্তা হয়েছে, এটি এমন নয় যে, এখানে কোনো রাস্তা ছিল না, এখানে শতবছর ধরে রাস্তা ছিল। এলাকাবাসীর এ রাস্তাটির প্রয়োজন। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, আমি বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান, এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে কাজ বন্ধ রাখার অনুরোধ করেছি। তারা যদি এবারও আমাদের নির্দেশ উপেক্ষা করে বন বিভাগের জায়গায় কাজ করেন, তা হলে বন বিভাগ কঠোর হবে। কেননা বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, আমরা আপাতত বনের ভেতর দিয়ে রাস্তার কাজ বন্ধের জন্য বলেছি। এটা বন বিভাগের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, ২০২২-২০২৩ অর্থবছরে আরপিডিপি-৩ এর আওতায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পেছন থেকে পেলাইদ পর্যন্ত সংরক্ষিত বনের ভেতর দিয়ে আড়াই কিলোমিটার সড়কের পিচ ঢালাই করে উন্নয়ণের দরপত্র আহ্বান করা হয়। এ সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। দুই কোটি টাকা ব্যয়ের এ সড়কের কার্যাদেশ পায় মেসার্স পূর্ণতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়ে গত ২২ মার্চ বন কেটে সড়ক এলজিইডির বন্ধ করল বন বিভাগ শিরোনামে দৈনিক আমাদের সময়ে সংবাদ প্রকাশ হয়।
শেষের পাতা
কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মৃত্যুবার্ষিকী পালিত
বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ সমাহিত
অতিরিক্ত লোকসানের কারণে পরপর দুজন পেঁয়াজ চাষীর আত্মহত্যা
গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘকে উপযুক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের মুক্তি দাবি
জাতীয় সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় ক্ষেতমজুর সমিতির তৎপরতা
ড. গোলাম মহিউদ্দিন সাংস্কৃতিক উৎসবে বিজয়ীদের পুরস্কার বিতরণ
ওয়াসার পানি নিয়ে ভোগান্তিতে নগরবাসী
৭ দিনের সংবাদ...
গাইবান্ধায় সিপিবির ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন
‘মূল্যবৃদ্ধির আঘাত জনজীবনকে অসহনীয় করে তুলবে’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..