সরকারের প্রতি জনগণ রুষ্ট

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

চাঁদপুর সংবাদদাতা : বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার কর্মীসভা গত ১০ মে বিকাল ৪টায় বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনোয়ার হোসেন রেজা, জোটের কেন্দ্রীয় নেতা ও বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, জোটের কেন্দ্রীয় নেতা ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিউদ্দীন কবির আবিদ প্রমুখ। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজী, বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক শাহজাহান তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, সমাজ এক জায়গায় স্থির নয়। সমাজ পরিবর্তনশীল। বুর্জোয়া তথা পুঁজিবাদী সমাজ এ জায়গায় থাকবে না। তাদেরও পতন হবে। গরিব মানুষকে বোঝাতে হবে এমন পরিস্থিতি। সরকার যে চরম পর্যায়ে ফ্যাসিবাদ এটা জনগণ বুঝে গেছে। এখন সরকারের প্রতি জনগণ পুরোদমে রুষ্ট। বিএনপি জোটও জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাই জনগণ হতাশ। এ জায়গায় বামপন্থীদের বিকল্প হয়ে যেতে হবে। বামপন্থীদের পতাকাতলে জনগণকে নিয়ে আসতে হবে। তাই সাধারণ শ্রমজীবী মানুষের সংকট নিয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ক্রয়সীমার মধ্যে দ্রব্যমূল্য নেই। জনগণের নাভিশ্বাস চরমে। জনগণ কোনভাবেই স্বস্তিতে নেই। তারা সর্বশান্ত নিচ থেকে উপর পর্যন্ত ব্যবসায়ী সিণ্ডিকেট দ্বারা। জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারকে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় আনতে হবে। নচেৎ সরকার উৎখাতের আন্দোলন অব্যাহত থাকবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..