চট্টগ্রাম সংবাদদাতা :
‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নিপীড়নের বিরুদ্ধে চেতনায় দাও শান, শিক্ষাবাণিজ্যের বিরুদ্ধে জেগে ওঠো নওজোয়ান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলার ৩৮তম সম্মেলন সম্পন্ন হয়েছে।
গত ৩ মে বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা উদয়ন নাগ।
সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর বর্ণাঢ্য র্যা লি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু দে’র সঞ্চালনায় সম্মেলনের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি ডা. আরিফ বাচ্চু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র কমিটির সভাপতি সুদীপ্ত চাকমা, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অয়ন সেন গুপ্ত, আহ্বায়ক শুভ দেব নাথ প্রমুখ।
জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশনায় জতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল সাংস্কৃতিক ইউনিয়ন, উদীচী চট্টগ্রাম ও কলরব সংঘ’র শিল্পীবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও কিন্তু অবৈজ্ঞানিক শিক্ষানীতি ও শিক্ষা ক্ষেত্রে বিরাজমান শ্রেণি বৈষ্যমের কারণে আজো আমাদের দেশে সকলের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়নি। এখনো চরম অবহেলায় পড়ে রয়েছে আমাদের শিক্ষা জীবন। আবার জ্ঞানার্জনের যতটুকু সুযোগ আছে তাও সন্ত্রাস-নৈরাজ্য- মাস্তানি-চাঁদাবাজির কবলে পড়ে ধ্বংসের মুখোমুখি। রাজনীতিতেও চলছে নীতিহীনতা-আদর্শহীনতার প্রতিযোগিতা। ছাত্র রাজনীতির নামে চলছে হল দখল-চাঁদাবাজি-টেন্ডারবাজি-সন্ত্রাস। ছাত্ররা তাদের অতীত ঐতিহ্য-গৌরব ভুলে গিয়ে নিজেদের ভাসিয়ে দিচ্ছে নষ্ট স্রোতের প্রবাহে। আর পরিণত হচ্ছে স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তি ও দলগুলোর ব্যবহৃত পণ্যে। নৈতিক স্খলনের ফলে সমাজে বাড়ছে মাদকাসক্তি-খুন-ধর্ষণের মতো ঘটনা।
সম্মেলন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার এবং গণমুখী-বিজ্ঞানভিত্তিক, একই ধারার শিক্ষাব্যবস্থা, শিক্ষার গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দুদিনের সম্মেলন শেষে গত ৪ মে সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ৩৮তম কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়। টিকলু কুমার দে কে সভাপতি, শুভ দেবনাথ কে সাধারণ সম্পাদক এবং এস এম নাবিলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে সবার ঐক্যমতের ভিত্তিতে ২৩ সদস্যের জেলা কমিটি নির্বাচিত করা হয়। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা সংসদের সদ্যবিদায়ী সভাপতি ইমরান চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশনে নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা দীপক শীল।