ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে বাম জোটের উদ্বেগ
একতা প্রতিবেদক :
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, সরকার নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কোন প্রদক্ষেপই গ্রহণ করেনি। বরং বিরোধীদলগুলো নির্বাচন বর্জন করা সত্ত্বেও সরকার একতরফাভাবে উপজেলা নির্বাচন করছে। এর মাধ্যমে জাতীয় সংসদের পর স্থানীয় নির্বাচনেও টাকার খেলা, পেশি শক্তির দৌরত্ব, মন্ত্রী-এমপিদের পারিবারিক আধিপত্যের পুনরাবৃত্তি ঘটবে। আর এই ঘটনা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী না করে দলীয়, গোষ্ঠীতন্ত্র ও পরিবার তন্ত্রের আধিপত্যকেই বিস্তৃত করবে। এর নগ্ন চেহারা ইতোমধ্যে ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে নিজে দলের প্রতিপক্ষকে হাইজ্যাক করা, গোলাগুলি, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে চলেছে। এমনিতেই নির্বাচনের জামানত বৃদ্ধি, খরচের পরিমাণ বৃদ্ধির মধ্য দিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে তৃণমূল পর্যন্ত ধনীদের খেলায় পরিণত করা হয়েছে– যা লুটপাটের ধারাকে আরো বৃদ্ধি করবে।
প্রস্তাবে আরও বলা হয় ভোটে দাঁড়ানো ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। এজন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দেশবাসীকে সোচ্চার হতে হবে।
গত ৭ মে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) নেতা ডা. জয়দীপ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর সাত্তার, শামীম ইমাম, সমাজতান্ত্রিক পার্টির যুগ্ম সম্পাদক রুবেল শিকদার প্রমুখ।
সভায় অপর প্রস্তাবে বলা হয়, আমি ও ডামির নির্বাচনে গঠিত জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদ (সংশোধন) বিল ২০২৪ উত্থাপন করে নির্বাচনকে নির্বাসনে পাঠানো এবং গ্রাম পর্যন্ত কর্তৃত্ববাদী শাসনকে বিস্তারিত করার নীল নকশা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই গণবিরোধী বিল প্রত্যাহার করতে হবে।
প্রস্তাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দলীয়করণমুক্তভাবে দক্ষ ও শক্তিশালী স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জোর দাবি জানানো হয়। একই সাথে এই দাবিতে গ্রাম শহরে সকল গণতন্ত্রকামি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় অপর এক প্রস্তাবে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি এবং দফায় দফায় বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, মুদ্রাস্ফীতির ফলে এমনিতেই জনজীবন অতিষ্ঠ। জনগণের নাভিশ্বাস চলছে। তার মাঝে দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘটনায় শ্রমজীবী মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সারাদেশে সর্বজনীন রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু, জ্বালানি মূল্য ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি অব্যবস্থাপনা ও ভুলনীতি পরিহার করারও আহ্বান জানানো হয় সভা থেকে।
প্রথম পাতা
রাজপথের লড়াই জোরদার করতে হবে
ফুলবাড়ীর খুনি মাহমুদুর রহমানের হাতে একুশে পদক!
সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে : বামজোট
লড়াই আসলে ভিন্ন চরিত্রের
কমরেড সহিদুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিল শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ
‘আমার তো পা নাই আমি কেমনে প্যাডেল রিকশা চালাবো’
‘শ্রমজীবী মানুষের রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’
বগুড়ায় ছাত্র ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর
ষড়যন্ত্র রুখে সমতার মন্ত্রে লড়াই অব্যাহত রাখার প্রত্যয়
ভোজ্য তেলের বাজার এখনো গরম
বীজে কৃষকের মাথায় হাত!
Login to comment..