বেতন-বোনাসসহ সকল বকেয়া পরিশোধের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ২০ রোজার মধ্যে এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা পরিশোধ এবং আগামী জাতীয় বাজেটে গার্মেন্টস শ্রমিকদের রেশন দেয়ার জন্য আলাদা বরাদ্দের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গত ২৯ মার্চ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা। বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, সহ-সভাপতি শফিকুল ইসলাম, অর্থ-সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের কাংখিত ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা ২০ রোজার মধ্যেই পরিশোধ করতে হবে। শ্রম প্রতিমন্ত্রী ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার কথা বলে ঈদের চাঁদ উঠা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। শ্রমিকদের বেতন-বোনাস বিলম্বে পরিশোধ করার জন্য শিল্প কারখানার মালিকদের সুযোগ করে দিয়েছে। শ্রম প্রতিমন্ত্রীর এই দায়িত্বহীন বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। নেতৃবৃন্দ আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা চরম সংকটে জীবনযাপন করছে। বাজারে নিত্যপণ্যের দাম কমিয়ে শ্রমজীবি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘবের জন্য আগামী জাতীয় বাজেটে শ্রমিকদের রেশনের জন্য আলাদা বরাদ্দ দেয়ারাও দাবি জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ মিছিল চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এছাড়াও, একই দাবিতে উত্তরা, বাড্ডা-রামপুরা, খিলগাঁও, কেরাণীগঞ্জ ও আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..