ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্ষেতমজুর সমিতির হাটসভা
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। জাবরহাট শাখা কমিটির উদ্যোগে গত ৮ মার্চ হাটসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, ক্ষেতমজুর নেতা মেহেদী হাসান লেনিন, মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইউনুস আলি, নিতেন চন্দ্র, মদেন রায় প্রমুখ।
গত ৯ মার্চ কালিগা শাখার সভাও অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, পশু চিকিৎসক কাজল, ক্ষেতমজুর নেতা শরিফত, এন্তাজুল প্রমুখ। বিকালে কাস্তর ইউনিয়ন শাখার সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. ফজলুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন সতীশ রায় মাস্টার, ঠাকুর দাস, অন্তুল রায়, নিরোদ রায় প্রমুখ। সন্ধ্যায় নোহালী শাখার সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ডা. ফজলুর রহমান, মেহেদী হাসান লেনিন, সজীব রহমান, রায়হান, সুমন, আদিনাথ প্রমুখ। আগ্রা শাখার সভায় আলোচনা করেন, সিপিবি নেতা এনামুল হক দুলাল, শিবলাল, নির্মল দাস, ক্ষিরোদ রায়, উজ্জ্বল রায়, নওশাদ আলি প্রমুখ। সভাগুলোতে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বিভিন্ন সমস্যা ও আন্দোলন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি
সংগঠন সংবাদ
চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি
বগুড়ার ধুনটে সিপিবির সমাবেশ
নারায়ণগঞ্জে সিপিবির সভা
শ্রমিকনেতা সানাউল্লাহ-এর স্মরণ সভা অনুষ্ঠিত
হাসান তারিক চৌধুরী এশিয়ান আইনজীবী ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত
সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সভা
ত্রাণচোর-ডাকাতদের গ্রেপ্তার ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ সিপিবির
গাইবান্ধার গিদারী বাজারে সিপিবির সমাবেশ
মোরেলগঞ্জে সিপিবির মতবিনিময় সভা
Login to comment..