গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি উদীচীর

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ব্রাক্ষণবাড়িয়া সংবাদদাতা : ২৫ মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে প্রদীপ প্রজ্জালন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, কবি ও গবেষক জয়দুল হোসেন, উদীচীর উপদেষ্টা সাজিদুল ইসলাম, জাসদের জেলা সাধারণ সম্পাদক জিয়া কারদান লিয়ন, উদীচী জেলা সংসদের সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, উদীচী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক এটিএম ফয়েজুল কবির, কোষাধ্যক্ষ অ্যাড. আনোয়ার হোসেন, উদীচী সদস্য আবু হানিফ, শ্রমিক নেতা আনিসুর রহমান খান, ছাত্রনেতা বিজয় দেবনাথ প্রমুখ। বক্তারা বলেন, ২০১৭ সালে জাতীয় গণহত্যা দিবসের পর থেকে আমরা জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছি। তাই এ বিষয়ে দেশের জনগণ ঐক্যবদ্ধ। মানবজাতির ইতিহাস এটি সবচেয়ে ভয়াবহ গণহত্যা। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..