খেলাঘরের আঞ্চলিক প্রশিক্ষণ ক্যাম্প
পিরোজপুর সংবাদদাতা :
শিশু কিশোরদের সংগঠন খেলাঘর এর প্রাচীনতম শাখা অরণি খেলাঘর আসর ও অরণি পাঠাগারের আয়োজনে শিশু-কিশোরদের প্রশিক্ষণ কর্মশালা গত ৮ ও ৯ মার্চ কামারকাঠি নবকুমার ইনস্টিটিউশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পে স্বরূপকাঠি উপজেলার ৫ টি আসর যথা– অরণি, নদী সন্ধ্যা, গোধূলী, বাঁশরী ও সুরবাণী শাখা অংশগ্রহণ করে।
খেলাঘর কেন্দ্রীয় সদস্য ও অরণি পাঠাগারের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাবেক ভাইস চ্যান্সেলর একুশে পদকপ্রাপ্ত গবেষক ও অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক মলয় চন্দন মুখোপাধ্যায়, খেলাঘর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ট্যাক্সের অতিরিক্ত কমিশনার হাফিজ আল আসাদ, স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তঅ মনিরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপ্লা সরকার, মেহেরপুর জেলা উদীচীর সভাপতি সুশীল কুমার চক্রবর্তী, খেলাঘর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু, সম্পাদক গোবিন্দ বাগচী, সুজন মজুমদার, সহকারী কমিশনার তারেক আজিজ, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য সুব্রত রায়, অরণি খেলাঘর আসরের প্রতিষ্ঠাকালীন সদস্য নিখিল মিস্ত্রী প্রমুখ। বিজ্ঞপ্তি
Login to comment..