শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন বোনাসের দাবিতে বরিশালে সমাবেশ
বরিশাল সংবাদদাতা :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, নৌযান শ্রমিক ফেডারেশন, বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটি, রিক্সা-ভ্যান-ঠ্যালাগাড়ী শ্রমিক ইউনিয়ন, প্রেস শ্রমিক ইউনিয়ন, বস্তিবাসী ইউনিয়নের উদ্যোগে গত ২৬ মার্চ সকাল ৮টায় বরিশাল সিটি কর্পোরেশনের সামনে শ্রমিক নেতা অ্যাড. এ কে আজাদ এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা অ্যাড. একে আজাদ, শেখ আবুল হাসেম, জাহাঙ্গীর কবির মুকুল, তুষার সেন, সেকান্দার সিকদার, যুব নেতা মো. জিয়াদ, ফাতেমা বেগম, কবি অপূর্ব গৌতম প্রমুখ।
নেতৃবৃন্দ সমাবেশে বলেন, ধর্মীয় উৎসবের ১০ দিন পূর্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন, বোনাস প্রদান, পর্যাপ্ত যানবাহন চালু, বাস ভাড়া, রেল ভাড়া, লঞ্চ স্টিমারসহ সকল যানবাহনের ভাড়া কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, পথে পথে পুলিশ এবং চাঁদাবাজদের চাঁদাবাজী বন্ধ, অজ্ঞান পার্টি-ছিনতাই কারীদের অপতৎপরতা বন্ধ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই সাম্রাজ্যবাদ নির্ভর লুটেরা শ্রেণি দেশে রাজত্ব করছে। সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, সাম্প্রদায়িকতা এবং নন ইস্যুকে ইস্যু বানানো দ্বিদলীয় মেরুকরণ সৃষ্টির লক্ষে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টির মাধ্যমে দেশের উৎপাদনের মালিক শ্রমিক শ্রেণি মেহনতি মানুষের গণতান্ত্রিক অধিকার ভাতকাপড়ের এবং শিক্ষা চিকিৎসার অধিকার কেড়ে নেয়া হয়েছে। এর থেকে উত্তরণে শ্রমিক শ্রেণি মেহনতি মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ শেষে মিছিল সহকারে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
Login to comment..