স্বাধীনতা রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : ‘স্বাধীনতা দিবস দিচ্ছে ডাক, ব্যক্তিমালিকানা নিপাত যাক, সামাজিক মালিকানা প্রতিষ্ঠা পাক’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হাতিরঝিল থানা শাখা উদ্যোগে গত ২৬ মার্চ মধুবাগ মাঠে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে। প্রবীণ কমিউনিস্ট নেতা আনোয়ারুল হকের সভাপত্বিতে ও শাখা সম্পাদক জহর লাল রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাখা সম্পাদক কল্লোল বনিক, তেজগাঁ থানার সম্পাদক মাহমুদ জুয়েল প্রমুখ। আলোচনা অনুষ্ঠান থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান। সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার এত বছর পরেও আমরা গণতন্ত্রকে স্থায়ীরূপ দিতে পারি নাই। দেশে সীমাহীন বৈষম্য বিরাজ করছে। এর জন্য ৩০ লক্ষ মানুষ তাদের জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে নাই। স্বাধীনতার ৫৩ বছরে যারা এই দেশ শাসন করলো তারা সবার জন্য শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে নাই। দেশ পরিচালিত হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে। সাধারণ জনগণের পকেট কেটে সিন্ডিকেট ব্যবসায়ীরা আরো ধনী হচ্ছে। দেখার কেউ নাই। কারণ দেখার দাইত্বে আজ তারাই নিয়োজিত। এভাবে চলতে পারে না তাই সাধারণ মানুষ কে সংগঠিত হয়ে আন্দোলনে নামতে হবে। স্বাধীনতা রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..