আওয়ামী লীগের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনাকে আবেদনহীন করে তুলেছে
ধানমন্ডি সিপিবির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ধানমন্ডি থানা কমিটি আয়োজিত বৃহত্তর ধানমন্ডিস্থ মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন-এর যৌথ গেরিলা বাহিনীর অগ্রসৈনিকদের সম্মাননা অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কমান্ডার কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব কে যেভাবে ব্যবহার করছে তাতে বঙ্গবন্ধুকে ‘মিস ইউজ’ করা হচ্ছে। আওয়ামী লীগের গণতন্ত্র ও গণবিরোধী কর্মকাণ্ডের ফলে বঙ্গবন্ধুর ভাবমূর্তি ও মুক্তিযুদ্ধের চেতনা বির্বণ হয়ে যাচ্ছে। যা নতুন প্রজন্মের মধ্যে কোন আবেদন তৈরি করছে না। এটা খুবই বিপজ্জনক। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির প্রতিক্রিয়াশীল রাজনীতির নতুন ক্ষেত্র তৈরি করছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি দেশের শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আজ স্বাধীনতার ৫৩ বছর পর দেশের সত্যি কি গণতন্ত্র কায়েম হয়েছে, না শোষকের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশটা লুটেরা-আমলা-ব্যবসায়ী ও লুটেরা রাজনীতিবিদদের হাতে তুলে দিয়েছে। জিয়াউর রহমান যেটা শুরু করেছিল, আওয়ামী লীগ আজ তা পরিপূর্ণ করছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রক্ষমতায় লুটেরারা, সমাজ সাম্প্রদায়িক শক্তির হাতে। এই দুই শক্তির বিরুদ্ধে লড়াইতে নামতে হবে, দেশ ও জনগণকে মুক্ত করতে হবে। স্বাধীনতার ৫৩ বছর পর এই হোক আমাদের অঙ্গিকার।
ডাকসুর সাবেক ভিপি ও সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী মাহফুজা খানম বলেন, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন-এর যৌথ গেরিলা বাহিনীর মুক্তিযুদ্ধের মাধ্যেম সমাজতান্ত্রিক দেশ গঠনের প্রচেষ্টা আজও অব্যাহত রয়েছে। ১৯৭১ সালে দেশের সব জায়গায় মুক্তিযুদ্ধ পৌঁছে দিতে ছাত্র ইউনিয়ন এর ভুমিকা আজ আলোচনা হয় না। সেই আলোচনা করতে হবে৷ দেশে মানুষদের জন্য কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন কে সামনের সারির লড়াই সংগ্রাম আরোও জোরালো করতে হবে।
পার্টির ঢাকা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুজ্জামান হীরা তার বক্তব্যে বলেন, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র কায়েম করার জন্য যে মুক্তিযুদ্ধ সেই লক্ষ্য প্রতিফলিত হয়নি। আগে ২২ পরিবার ছিল এখন ২২ হাজার পরিবার। দেশ সঠিকদিকে নিয়ে যেতে হলে কমিউনিস্ট পার্টির বিকল্প নাই।
কমরেড ফরহাদ এর সহধর্মিণী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী কমরেড রাশেদা খানম বলেন, ধানমন্ডি থানার এর উদ্যোগ এই সম্মাননা প্রদানকে স্বাগত জানাই। আগামীতেই ধানমন্ডি পার্টি এরকমভাবে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবে সেই আশা ব্যক্ত করি।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, কমরেড ফরহাদ এর সহধর্মিণী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী রাশেদা খানম, হেলাল উদ্দিন, আশরাফ হোসেন আশু, জামাল হায়দার মুকুল, খোদ্দাদ আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
সম্মাননা অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা কমিটির সভাপতিসহ ১৭জন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমরেড আশরাফ হোসেন আশুকে সম্মানিত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির বিভিন্ন পর্যায়ের কর্মী সংগঠকবৃন্দ।
প্রথম পাতা
সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি
সরকারের বোরো ধান সংগ্রহ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে
গ্যাসের মূল্যবৃদ্ধি করে বিনিয়োগকারীদের লাগাম টানার চেষ্টা করছে সরকার
নির্বাচন নিয়ে বিলম্ব দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে
লেনিনের একটি দিন
শ্রমিকনেতা আবু তাহেরের মুক্তি দাবি সিপিবির
তেলের দাম বাড়িয়ে সরকার ব্যবসায়ীদের তোষণ করছে
আশা-নিরাশার বর্ষবরণ
‘রঙ্গ’
চাল-আটাসহ বাড়তি দাম সবজির
রানা প্লাজা হত্যাকাণ্ডের একযুগ, শ্রমিকের জীবন...
Login to comment..