কমরেড দুলাল কুন্ডু সাম্যবাদী সমাজব্যবস্থার স্বপ্ন দেখতেন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. দুলাল কুন্ডুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি জেলা উদীচী কার্যালয়ে এক স্মরণসভা সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং সাজেদুর রহমান ঝিলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সাভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। স্মরণ সভার আলোচনায় করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ বগুড়া জেলা কমিটির সদস্য সচিব অ্যাড. দিলরুবা নূরি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলা নেতা আব্দুল হাই, দুলাল কুন্ডুর সহধর্মিণী নীপা রাণী কুন্ডু, ছোট ভাই কাজল কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, হাসান আলী শেখ, অ্যাড. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফতাবুল আলম দোল, শ্রমিক নেতা ফজলুর রহমান, আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতো, ক্ষেতমজুর নেতা শুভ শংকর গুহ রায় বাবুন, ছাত্রনেতা বায়োজিদ রহমান প্রমুখ। স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড দুলাল কুন্ডু একজন অসাধারণ সমাজ বিপ্লবী ছিলেন। তিনি ছিলেন খাটি দেশপ্রেমিক, মানবিক গুণাবলি সমৃদ্ধ একজন কমিউনিস্ট নেতা। ছিলেন বিজ্ঞান মনস্ক, কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক বস্তুবাদে বিশ্বাসী একজন বিশ্বস্ত অগ্রসেনানী। তাঁর রাজনীতিতে হাতেখড়ি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর মাধ্যমে। ছাত্র ইউনিয়ন শেষ করে তিনি যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির নেতা হয়েছিলেন। ১৯৬৯ সালে ১১ দফা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করছেন এবং অবদান রেখেছেন। প্রতিটি মিছিলে ও কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি ছিল। মহান মুক্তিযুদ্ধে তিনি বীরত্বপূর্ণ অবদান রেখেছেন কমরেড দুলাল কুন্ডু। বীর মুক্তিযোদ্ধা কমরেড দুলাল কুন্ডু একটি শোষণহীন সমাজব্যবস্থা তথা সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়াই করেছেন, তাঁর মৃত্যুতে গরীব মেহনতি মানুষ হারিয়েছেন একজন সৎ, দেশপ্রেমিক অকৃত্রিম বন্ধু কে। বীর মুক্তিযোদ্ধা অ্যাড. দুলাল কুন্ডুর পরিবারের পক্ষ থেকে তাঁর নামে একটি স্মৃতি ট্রাস্ট গঠন করেছেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে ট্রাস্টের পক্ষ থেকে ২০ জনকে শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সাহায্য প্রদান করে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..