গাইবান্ধায় আবারও বাম জোটের পথসভায় পুলিশের বাঁধা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের পথসভায় আবারও বাঁধা দিয়েছে পুলিশ। গত ১৩ ফেব্রুয়ারি চলমান কর্মসূচির অংশ হিসেবে ফুলছড়ি উপজেলা সদর কালির বাজারে পথসভা ও প্রচারপত্র বিলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে কালির বাজার চাররাস্তার মোড়ে বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা আব্দুল্যাহ সরকারের সভাপতিত্বে পথসভা শুরু হলে ফুলছড়ি থানা পুলিশ এসে মাইক বন্ধ করে দেয়। পরে নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে পুলিশ চলে যায় এবং পুনরায় সমাবেশ শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক বাসদ (মার্কসবাদী) নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদ আহ্বায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন, সিপিবি ফুলছড়ি শাখার সম্পাদক রানু সরকার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র আজ নির্বাসিত। সরকারের ফ্যাসিবাদী রূপ ধীরে ধীরে জনগণের সামনে উন্মোচিত হচ্ছে। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লুটপাটকারীদের দৌরাত্ম বন্ধ, টাকা পাচারকারীদের শাস্তির আওতায় আনা, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু, বেকারদের কর্মসংস্থানের দাবিতে ও উন্নয়নে পিছিয়ে থাকা দেশের সবচেয়ে অনগ্রসর জেলা গাইবান্ধায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, আন্ত:নগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান। সেই সাথে তারা পথসভায় পুলিশী বাঁধার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সাদুল্যাপুরে অনুরূপ কর্মসূচিতেও পুলিশ বাঁধা দিয়েছিল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..