ঋণ করে ঘি খাওয়ার প্রবণতা ঢাকা ওয়াসার

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘পানির দাম নিয়ে নাগরিক সমাজের মতবিনিময়’ সভা গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ব্যানারে এ সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘খাবার উপযোগী পানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং অনিয়ম অপচয় দূর করতে হবে। সংস্থাটিকে ঋণ করে ঘি খাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ঢাকা ওয়াসার প্রধান কর্তব্য।’ তিনি বলেন, ‘ঢাকা ওয়াসা অন্যায়ভাবে পানির দাম বাড়িয়ে নিচ্ছে। অন্যদিকে তাদের কর্তাব্যক্তিরা ইচ্ছে মতো নিজেদের বেতন বাড়িয়ে নিচ্ছে। এটা কতটুকু নৈতিক?’ এ সময় গবেষক আমিনুর রসূল বাবুল বলেন, ‘ওয়াসা তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না, যে আপনারা পানি বিক্রি করে ব্যবসা করবেন। পানিতে ভর্তুকির নামে লুটপাট বন্ধ করুন।’ তিনি বলেন, ‘পানির দাম না বাড়িয়ে, নিম্ন আয়ের মানুষের জন্য বিনা মূল্যে পানি সরবরাহের ব্যবস্থা করা উচিত।’ বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে, পাইপলাইনে সরবরাহকৃত ৮০ শতাংশ পানিতে ক্ষতিকর জীবাণু ই–কোলাই রয়েছে। আমাদের পর্যবেক্ষণ বলছে, বাংলাদেশের সবচেয়ে বেশি পানিবাহিত রোগে ভুগছে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। কারণ তাঁরা চাইলেও বোতলজাত পানি কিনে খেতে পারেন না। মহিউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি ঢাকা ওয়াসা শ্রেণিভিত্তিক পানির মূল্য নির্ধারণ করতে যাচ্ছে। আমরা মনে করি, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য পানির মূল্য বর্তমানে চাইতে আরও কমিয়ে আনতে হবে। সেই সঙ্গে অতিরিক্ত ব্যবহারকারী এবং উচ্চবিত্তদের জন্য পানির মূল্য বৃদ্ধি করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যাতে কোনোভাবেই জনগণের জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি না করে।
প্রথম পাতা
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশকে নৈরাজ্যমুক্ত করুন
মধ্যপ্রাচ্যে শান্তির জন্য স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই
সংবাদপত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে সিপিবির উদ্বেগ
ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও নীতিমালা প্রণয়নের দাবি
ডেঙ্গু রোগী লাখের কাছে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন
৩ জানুয়ারি ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশ
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে গণঅভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ হবে
শীতে কাঁপছে উত্তরের জনপদ
ডা. মিলন দিবসে সিপিবির শ্রদ্ধা
আইনজীবী হত্যাকারীদের শাস্তি ও সাম্প্রদায়িক উন্মাদনা বন্ধের আহ্বান
‘প্রদর্শনী’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..