সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম একতা প্রতিবেদক :
সিলেটে বামজোটের কর্মীসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, বিএনপি আওয়ামীলীগের মানা না মানা নিয়ে দেশ চলছে। গণতন্ত্রের পাইপ লাইনে আবর্জনায় ভরে রেখেছে দড়িবাজ সরকার। এ থেকে বাংলার জনগণকে পরিত্রাণ দিতে হবে। লুটপাট করে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে সরকার।
এদেশের জনগণ কখনই কোন সংকট তৈরি করেনি সংকট তৈরি করেছে রুলিং পার্টি, সমস্যার পাহাড় বানাইছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিয়ে আর মৌলবাদ মোকাবিলা হবে না। আমাদের ত্রিমুখি লড়াইয়ে আত্মনিয়োগ করতে হবে।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কর্মীসভা গত ১৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সিপিবি জেলা সাধারণ খায়রুল হাসান এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম নেতা, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার প্রমুখ। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সাবেক সভাপতি অ্যাড. বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য নিরঞ্জন দাশ খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক রত্না বসাক, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক অজিত রায়, ছাত্র নেতা মনীষা ওয়াহিদ, সুমিত দাশ পিনাক, সারফারাজ সানোয়ার প্রমুখ।
কর্মীসভায় কমরেড শাহ আলম বলেন, দেশে গনতন্ত্র নির্বাসনে। দেশে এক গভীর রাজনৈতিক-অর্থনৈতিক সংকটে নিপতিত। জনজীবনের নিরাপত্তা অনিশ্চিত। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, দুর্নীতি, লুটপাটে জনজীবন ওষ্ঠাগত। নেতৃবৃন্দ গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠাসহ জনজীবনের সংকট দূর করতে সংগ্রাম অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।