গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে সিপিবির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : গাইবান্ধা জেলাধীন সিপিবির বিভিন্ন উপজেলা কমিটির সভা ও সম্মেলনের সময়সূচি ঘোষণা হয়েছে। গত ২৮ জানুয়ারি সকাল ১১টায় সিপিবি জেলা কার্যালয়ে সদর উপজেলা কমিটির সভা উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, জাহাঙ্গীর আলম, মুনছুর আলী প্রমুখ। সভায় ২৪ ফেব্রুয়ারি সিপিবি গাইবান্ধা সদর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সুপ্রিয়া দেবকে আহ্বায়ক ও মুরাদ জামান রব্বানীকে সদস্য সচিব করে ৯সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। অন্যদিকে গত ৩০ জানুয়ারি সিপিবি সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সভা সোনালী ব্যাংক ভবনের তৃতীয়তলায় উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, বাবুরাম মহন্ত, খয়বর হোসেন, আমির হামজা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রাজ্জাককে আহ্বায়ক, আমিনুল ইসলাম পিপুলকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং ২৯ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব। এছাড়াও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটির সভা গত ৬ ফেব্রুয়ারি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এছাড়াও আলোচনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবেদ হোসেন, সৈয়দ মিজানুর রহমান, সদস্য আব্দুল মান্নান, মর্তুজা আলম, অনিল রায়, মসলিম উদ্দীন, মেহেদী হাসান লেলিন, আমিনুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু প্রমুখ। সভায় বক্তারা ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনজীবনে সংকট দূর করা জন্য গণআন্দোলন গড়ে তুলার অহ্বান জানান। পাশাপাশি স্থানীয় আন্দোলন সংগ্রাম বিষয়ে আলোচনা করেন। এসময় সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, রাণীশংকৈল উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় এবং ৬ মার্চ পার্টির ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
শেষের পাতা
জাতীয় সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় ক্ষেতমজুর সমিতির তৎপরতা
ড. গোলাম মহিউদ্দিন সাংস্কৃতিক উৎসবে বিজয়ীদের পুরস্কার বিতরণ
ওয়াসার পানি নিয়ে ভোগান্তিতে নগরবাসী
৭ দিনের সংবাদ...
গাইবান্ধায় সিপিবির ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন
‘মূল্যবৃদ্ধির আঘাত জনজীবনকে অসহনীয় করে তুলবে’
কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মৃত্যুবার্ষিকী পালিত
বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ সমাহিত
অতিরিক্ত লোকসানের কারণে পরপর দুজন পেঁয়াজ চাষীর আত্মহত্যা
গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘকে উপযুক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের মুক্তি দাবি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..