কমরেড অনিল মুখার্জীর ৪২তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য বিপ্লবী রাজনীতিবিদ ও লেখক কমরেড অনিল মুখার্জীর মৃত্যুবার্ষিকী। মহান এই বিপ্লবীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও লাল সালাম। কমরেড অনিল মুখার্জী ১৯১২ সালের ১০ অক্টোবর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে কলেজের ছাত্র থাকা অবস্থায় আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি প্রথম কারাবরণ করেন। এ ছাড়া তিনি মেদিনীপুর হিজলী বন্দিশিবিরে আটক ছিলেন। সশস্ত্র সংগ্রামে যুক্ত থাকার অভিযোগে ব্রিটিশ সরকার তাঁকে আন্দামানে প্রেরণ করে। বন্দিদের মরণপণ আন্দোলনের ফলে ১৯৩৮ সালে তিনি মুক্তিলাভ এবং কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। ১৯৪৬ সালে নারায়ণগঞ্জের সুতাকল শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনে নেতৃত্বদান করেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পুনরায় তিনি গ্রেফতার হন। ১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আত্মগোপন অবস্থায় রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনা করেন। ১৯৫৬ সালে কমিউনিস্ট পার্টির তৃতীয় সম্মেলনে (গোপন) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ১৯৬৮ সালে পার্টির প্রথম কংগ্রেসে (গোপন) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ১৯৬৯ সালে গোপনভাবে প্রথমবারের মতো মস্কো সফর এবং বিশ্বের পঁচাত্তরটি পার্টির মহাসম্মেলনে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করেন।
১৯৭৩ ও ১৯৮০ সালে সিপিবির দ্বিতীয় ও তৃতীয় কংগ্রেসেরও পুনরায় কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হন অনিল মুখার্জী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল: সাম্যবাদের ভূমিকা, শ্রমিক আন্দোলনের হাতেখড়ি, স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি ও ছোটদের জন্য লেখা ‘হারানো খোকা’।
গত ৮ ফেব্রুয়ারি অনিল মুখার্জীর ৪২তম প্রয়াণ দিবসে সিপিবি সূত্রাপুর থানার উদ্যোগে পোস্তগোলায় কমরেড অনিল মুখার্জির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
বিকাশ সাহার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক কৃষক নেতা জাহিদ হোসেন খান, সিপিবি নেতা সাইফুল ইসলাম সমীর, গোলাম রাব্বী খান প্রমুখ। স্মরণসভায় কমরেড অনিল মুখার্জীর জীবনি পাঠ করেন ছাত্রনেতা প্রিতম ফকির। স্মরণসভা শেষে কমিউনিস্ট ইন্টান্যাশনাল গেয়ে কর্মসূচি শেষ করেন।
শেষের পাতা
১০ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩১ হাজার কোটি টাকা
বাজার ভরা, তবুও চড়া সবজির দাম
শ্রম উপদেষ্টার সঙ্গে গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দ সাক্ষাৎ
আমান আযমীকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা
দখলদারিত্ব, সন্ত্রাস-চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ, বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন
হুমকি-ধামকি-হয়রানি বন্ধ করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
দীঘিনালায় বন্যার পানিতে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি
পাটের মণ ৫ হাজার টাকা দাবি কৃষকদের
পাট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পরবর্তী খুলনায় সংবাদ সম্মেলন
আলোচনা করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
৭ দিনের সংবাদ...
Login to comment..