কৃষক নেতা হাতেম আলী খানের ৪৬তম প্রয়াণ দিবস

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
অগ্নিযুগের বিপ্লবী, বৃটিশবিরোধী আন্দোলনের নেতা, দেশের কৃষক আন্দোলনের প্রথম সারির সংগঠক কিংবদন্তি কৃষকনেতা হাতেম আলী খানের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে গত ২৪ অক্টোবর টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামে পারিবারিক কবরস্তানে তার সমাধিতে পুস্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও কৃষক সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক ও বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, সিপিবি ভুয়াপুর উপজেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, সিপিবি ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সিপিবি গোপালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম. এ. মাসুদ মাস্টার, কৃষক সমিতির গোপালপুর উপজেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, গোপালপুরের সাবেক পৌর কমিশনার কৃষকনেতা হাবিব মণ্ডল, সিপিবি ও কৃষক সমিতির গোপালপুর উপজেলা কমিটির নেতা সমীর কুমার দাস, সিপিবি ভুয়াপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা হানিফ ভূইয়া, কৃষক সমিতির বেলুয়া গ্রাম কমিটির নেতা বাচ্চু মিয়া, সিপিবির গোপালপুর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ হানিফ, কৃষকনেতা সুলতান মণ্ডল, জাহাঙ্গীর তালুকদার, মিলন তালুকদার, ছাত্রনেতা রাব্বি শেখ প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..