বরিশালে টিইউসির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সম্পাদকমণ্ডলীর সভা সভাপতি অ্যাড. এ কে আজাদ এর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় নাজির মহল্লাস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আলাউদ্দিন মোল্লা, নূর হোসেন হাওলাদার, শ্রমিক নেতা আখতার রহমান সপ্রু, মনিরুজ্জামান মনির প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট পণ্য মূলত আন্তর্জাতিক পণ্য। আন্তর্জাতিক বাজারে বিক্রয় হয় ডলার মূল্যে কিন্তু বাংলাদেশের শ্রমিকরা আন্তর্জাতিক শ্রম বাজানের মূল্য পায় না। এটা অত্যন্ত দুঃখজনক। মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি সমমানে হচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া বাড়ছে। অথচ শ্রমিকদের ন্যূনতম মজুরি শুধু বাংলাদেশে বাড়ছে না। ৪ জন শ্রমিক শহীদ হলো তারও কোনো বিচার বা দায়ীদের সনাক্ত করা গেল না। এর চাইতে অমানবিক আর কি হতে পারে। স্বাধীন দেশে পরাধীন মানুষ–এভাবে চলতে পারে না। নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকেদের বাজার মূল্যে মজুরি দাবি করে শ্রমিক হত্যার বিচার ও প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..