গার্মেন্ট শ্রমিক নেতা বাবুল হোসেনের মুক্তি দাবি
একতা প্রতিবেদক :
গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে আন্দোলনরত সংগঠনসমূহের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’র কেন্দ্রীয় নেতা বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন গত ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ। পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা সম্ভাব্য সকল জায়গা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গত ১৫ নভেম্বর গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম এক বিবৃতিতে অবিলম্বে শ্রমিকনেতা বাবুল হোসেনকে তার পরিবারের কাছে সুস্থ ও নিরাপদে ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমনে সরকার শক্তি প্রয়োগের পথ গ্রহণ করে বিপুল সংখ্যক শ্রমিককে ইতোমধ্যে গ্রেফতার করেছে। শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রমিকনেতা বাবুল হোসেন নিখোঁজ হওয়ার ঘটনা মারাত্মক উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে।
শেষের পাতা
ফুলকপির পিস ২ টাকা লোকসানে কৃষকরা
পদ্মা এখন বালুচরে পরিণত
অধ্যাপক আনিসুর রহমানের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
আড়াইহাজারে সিপিবির শীতবস্ত্র বিতরণ
সাতক্ষীরা উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন
‘মাঠ-পার্ক ও উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ করে জনসাধারণের জন্য উন্মুক্ত কর’
শীতের তীব্রতা বিপাকে নিম্ন আয়ের মানুষ
হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা
সিপিবি নাটোর শহর শাখা পুনর্গঠিত
মাথা গোঁজার ঠাঁই চাই
ভাতা চান মৎস্য শ্রমিকরা
মাতৃত্বকালীন ছুটি পাই না
ধর্ম যার যার দেশ সবার
সেশন জট রোগে পরিণত হয়েছে
৭ দিনের সংবাদ...
Login to comment..