নারায়ণগঞ্জে হরতাল সমর্থনের মিছিলে পুলিশের লাঠিপেটা

২০ জন নেতাকর্মী আহত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বাম জোট আহূত হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা। ছবি : একতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২ টা) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে গত ১৬ নভেম্বর সকাল ৭টায় নারায়ণগঞ্জ শহরে মিছিল করলে পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকায় মিছিল বের করলে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা পুলিশী বাধা ও হামলার শিকার হন। পুলিশের লাঠিপেটায় সিপিবি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়াও পুলিশের লাঠিপেটায় জেলা সিপিবির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলার সদস্য সচিব আবু নাঈম খান, সিপিবি নেতা শরৎ মণ্ডল, নুরুল ইসলাম, ছাত্র নেতা সাইফুল ইসলাম, জিহাদ হোসেন, শ্রমিক নেতা রুহুল আমিন, খোরশেদ আলমসহ ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীতে হরতাল সমর্থনে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে নিতাইগঞ্জের দিকে যাওয়ার সময় নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। পুলিশ বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। জোর করে তাঁদের ব্যানার কেড়ে নিয়ে যায়। জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমরা হরতাল সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম হঠাৎ পুলিশ হামলা চালিয়ে ব্যানার কেড়ে নিয়ে আমাদের বেধড়ক লাঠিপেটা করে। পুলিশের লাঠিপেটায় আমি এবং আমাদের ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’ হাফিজুল ইসলাম আরো বলেন, পুলিশ রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে বিনা উসকানিতে যেভাবে রাজনৈতিক দলের কর্মীদের ওপর হামলা চালিয়ে লাঠিপেটা করেছে, তা নজিরবিহীন। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও এমন হামলা হয়নি। পুলিশ আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হিসেবে তাঁদের ওপর চড়াও হয়ে এ হামলা চালিয়েছে বলে দাবি করেন এই শ্রমিকনেতা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যানার কেড়ে নিয়ে অকথ্য ভাষায় কথা বলে পুলিশ। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করতে চাইলে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করে। আমরা যখন ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে আসি তখন এমন স্বৈরাচারী আচরণ কোনভাবেই কাম্য নয়। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর কাছে হামলা শিকার হয়েছি। আমরা প্রতিবাদ সমাবেশ এর মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করবো। হামলা-বাধা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
শেষের পাতা
নির্বাচন বর্জন করে জনগণকে প্রতিরোধের আহ্বান
পোশাক শ্রমিকদের আন্দোলনে যুক্তরাষ্ট্রের শ্রম অধিকার নীতি
একতরফা নির্বাচনে সংঘাত সংঘর্ষ আরও বাড়াবে
ঘূর্ণিঝড় মিধিলি : সাতজনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি
যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন ১৫ ডিসেম্বর
আজও বিচার হয়নি খুনী মালিকের
লালমনিরহাটে সিপিবির সমাবেশ
‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’
বরিশালে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলন
প্রথমবারের মতো নারী ‘ফায়ার ফাইটার’
খুলনায় যুব নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিক সমাবেশ
গার্মেন্ট শ্রমিক হত্যাকারীদের বিচার দাবি
৭ দিনের সংবাদ...

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..