যৌন নিপীড়নের শিকার সাবেক মার্কিন সিনেটর

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : সম্প্রতি যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর মার্থা ম্যাকস্যালি। জগিংয়ে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন তিনি। পরে নিপীড়নকারীকে ধাওয়া দেন, কিন্তু ধরতে পারেননি। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আইওয়া অঙ্গরাজ্যে। মার্থা জানান, বুধবার তিনি মিসৌরি নদীর তীরে জগিং করছিলেন। তখন এক ব্যক্তি তাঁকে যৌন নিপীড়ন করেন। ওই সময় নিপীড়নকারীর সঙ্গে হাতাহাতি করেন মার্থা। ধাওয়া দেন তাঁকে, কিন্তু ধরতে পারেননি। পালিয়ে যান নিপীড়নকারী। মার্থা বলেন, ‘ঘটনার সময় আমার সামনে দুটি পথ খোলা ছিল। লড়াই করা অথবা চুপ করে থাকা। আমি লড়াই করার পথ বেছে নিয়েছিলাম।’ ঘটনার পর নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা থেকে অভিযুক্ত ডমিনিক হেন্টনকে (২৫) গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। ধারণা করা হচ্ছে, ডমিনিক গৃহহীন। তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..