যৌন নিপীড়নের শিকার সাবেক মার্কিন সিনেটর
একতা বিদেশ ডেস্ক :
সম্প্রতি যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর মার্থা ম্যাকস্যালি। জগিংয়ে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন তিনি। পরে নিপীড়নকারীকে ধাওয়া দেন, কিন্তু ধরতে পারেননি। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে আইওয়া অঙ্গরাজ্যে। মার্থা জানান, বুধবার তিনি মিসৌরি নদীর তীরে জগিং করছিলেন। তখন এক ব্যক্তি তাঁকে যৌন নিপীড়ন করেন। ওই সময় নিপীড়নকারীর সঙ্গে হাতাহাতি করেন মার্থা। ধাওয়া দেন তাঁকে, কিন্তু ধরতে পারেননি। পালিয়ে যান নিপীড়নকারী।
মার্থা বলেন, ‘ঘটনার সময় আমার সামনে দুটি পথ খোলা ছিল। লড়াই করা অথবা চুপ করে থাকা। আমি লড়াই করার পথ বেছে নিয়েছিলাম।’
ঘটনার পর নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা থেকে অভিযুক্ত ডমিনিক হেন্টনকে (২৫) গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। ধারণা করা হচ্ছে, ডমিনিক গৃহহীন। তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হবে।
আন্তর্জাতিক
গাজার মৃত্যু উপত্যকায় ৪ দিনের যুদ্ধবিরতি
গাজাবাসীকে বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধের সামিল বলছেন ব্রিকস নেতারা
ভারত আয়োজিত ভার্চ্যুয়াল জি-২০ বৈঠকে যোগ দেবেন পুতিন
বিদ্রোহীদের সশস্ত্র হামলায় কোনঠাসা মায়ানমারের জান্তা সরকার
উদ্ধারের অপেক্ষায় ভারতের সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকরা
ফিলিস্তিনিদের রক্ষায় জরুরি প্রদক্ষেপের আহ্বান চীনের
৭ দিনের দুনিয়া
Login to comment..