সিপিবি’র সদস্যপদ স্ক্রুটিনি ও নবায়ন সম্পর্কিত নির্দেশাবলি
২০২৪ সালের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সদস্যপদ স্ক্রুটিনি ও নবায়নের জন্য পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলা কমিটিসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় এক মাস আগে নবায়নের ফরমসহ আনুষঙ্গিক কাগজপত্রও সব জেলায় পাঠানো হয়েছে।
ন্যূনতম ৬টি কাজের (১. শাখার সভায় উপস্থিতি, ২. লেভি প্রদান, ৩. পার্টির পত্রিকা, দলিল ও সাহিত্য পাঠ এবং বিক্রি, ৪. গ্রুপ গঠন, পরিচালনা ও রিক্রুটমেন্টের ন্যূনতম প্রয়াস, ৫. গণসংগঠনের কাজে অংশগ্রহণ, ৬. পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কাজে কম-বেশি অংশগ্রহণ) ভিত্তিতে ২০২৪ সালের জন্য সদস্যপদ স্ক্রুটিনির (অর্থাৎ সদস্য থাকার ন্যূনতম যোগ্যতা আছে কি না, সেটা ভালোভাবে যাচাই-বাছাই করা) পর নবায়নের কাজ করতে হবে।
স্ক্রুটিনি ও নবায়নের ক্ষেত্রে নিজস্ব ধারণার ওপর নির্ভর না করে, কেন্দ্রীয় নির্দেশনা, গাইড লাইন ও স্পিরিট অনুসরণ করে নবায়নের কাজ করতে হবে। কেন্দ্র থেকে পাঠানো ‘২০২৪ সালের জন্য সদস্যপদ স্ক্রুটিনি ও নবায়ন বিষয়ক নির্দেশাবলি’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
নবায়নের কাজ শেষ করে প্রত্যেক শাখাকে উপজেলা কমিটির মাধ্যমে ১৫ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে নবায়ন ফরমগুলো জেলা কমিটির কাছে জমা দিতে হবে। জেলা কমিটির সভায় প্রত্যেকটি ফরম যথাযথভাবে যাচাই করে, অন্যান্য কাগজপত্র ও কেন্দ্রের
চাঁদা-লেভিসহ সদস্যদের নবায়ন তালিকা অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে কেন্দ্রে জমা দিতে হবে।
জেলা কমিটিকে নবায়ন ফর্মের সঙ্গে-ক) কেন্দ্রের প্রাপ্য চাঁদার অংশ সদস্যপ্রতি ২ টাকা হারে, খ) জেলা কমিটির বার্ষিক আয়ের কমপক্ষে ১%, গ) নবায়ন ফর্মের সঙ্গে পাঠানো তথ্যফরমগুলো (পূরণকৃত), ঘ) নতুন সদস্যদের (অর্থাৎ ২০২৩ সালের জন্য নবায়নের পর যারা সদস্যপদ পেয়েছেন) ‘সদস্যপদের আবেদনপত্র’-এর কেন্দ্রীয় কমিটির অংশ (আগে পাঠানো না হয়ে থাকলে) ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে কেন্দ্রে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি
প্রথম পাতা
ভয়ের রাজনীতি গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে
আওয়ামী লীগের পাতানো নির্বাচনে পা দিবে না সিপিবি
নির্বাচনের ডামাডোলে বৈদেশিক ঋণ ছাড়িয়েছে ১০ হাজার কোটি ডলার
আমানত সংকটে ব্যাংক খাত বাড়ছে সুদের হার
নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গণের জটিলতা আরও বাড়তে পারে
তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে
জামালপুরে গণমুক্তি ইউনিয়নের মিছিলে হামলার প্রতিবাদ
সিপিবি’র সদস্যপদ স্ক্রুটিনি ও নবায়ন সম্পর্কিত নির্দেশাবলি
‘বেচাকেনা’
ঢাকা ওয়াসার ৩৩২ কোটি টাকা আত্মসাতে ৪৬ কর্মকর্তা-কর্মচারী
Login to comment..