সমবেত কণ্ঠে নজরুলের ‘লৌহ কপাট’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : সমবেত কণ্ঠে ‘কারার ওই লৌহ কপাট’ গান পরিবেশন করলেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। গত ১৮ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও আমরা একাত্তর-এর উদ্যোগে সমবেত কণ্ঠে গানটি গাওয়া হয়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সুদীর্ঘ সংগ্রাম, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আর লাখো শহীদের আত্মদানের আবেগের সাথে জড়িয়ে আছে যে অমর গান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সেই ‘কারার ওই লৌহ কপাট’ গানটিকে বিকৃত করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের ‘পিপ্পা’ চলচ্চিত্রের নির্মাতারা। তাদের এই কুকর্মের প্রতিবাদ জানানো এবং ওই চলচ্চিত্র থেকে বিকৃত গানটি বাদ দেয়ার দাবিতে সমবেত কণ্ঠে গান গাওয়ার এ উদ্যোগ নেয়া হয়। ঢাকায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা একযোগে ‘কারার ওই লৌহ কপাট’ গানটি পরিবেশন করা ছাড়াও, একইভাবে একই তারিখ একই স্থানীয় সময়ে কলকাতা, লন্ডনসহ বাঙালি অধ্যুষিত সব জায়গায় যাতে মূল গানটি গাওয়া হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..