হরতালে আওয়ামী লীগ ও পুলিশি হামলার নিন্দা সিপিবির
একতা প্রতিবেদক :
নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে গত ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহূত হরতাল পালিত হয়েছে। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, নওগাঁ, ফেনী, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও পুলিশি হামলা এবং বাধা উপেক্ষা করে জোটের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে হরতালে সমাবেশ মিছিল অনুষ্ঠিত করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে হরতালে নৈতিক সমর্থন ও সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার দেশে যে স্বৈরশাসন কায়েম করেছে, নির্বাচন কমিশন কর্তৃক এই একতরফা তফসিল ঘোষণা তারই প্রমাণ। তারা সংবিধান রক্ষার দোহাই দিয়ে সংবিধান ও গণতন্ত্রের টুটি চেপে ধরেছে। তারা জনগণের ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করার পরিবর্তে প্রহসনের নির্বাচন করতে চাইছে।
নেতৃবৃন্দ বলেন, প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে হরতাল সফল করার জন্য কমিউনিস্ট পার্টিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা রাস্তায় নামলে তাদের বাধা দিয়ে, হামলা করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পার্টির সভাপতি কমরেড হাফিজুল ইসলামসহ সারাদেশে বাম জোটের অর্ধশতাধিক নেতাকর্মী এই সকল হামলায় আহত হয়। রংপুরে বাম জোটের আহ্বায়ক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে।
নেতৃবৃন্দ এই সকল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই এর জবাব দেওয়া হবে। দেশবাসীকে বাম গণতান্ত্রিক জোটের এই হরতালে নৈতিক সমর্থন দেয়া ও সফল করার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও জনজীবনের সংকট দূর করতে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
প্রথম পাতা
ভয়ের রাজনীতি গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে
আওয়ামী লীগের পাতানো নির্বাচনে পা দিবে না সিপিবি
নির্বাচনের ডামাডোলে বৈদেশিক ঋণ ছাড়িয়েছে ১০ হাজার কোটি ডলার
আমানত সংকটে ব্যাংক খাত বাড়ছে সুদের হার
নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গণের জটিলতা আরও বাড়তে পারে
তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে
জামালপুরে গণমুক্তি ইউনিয়নের মিছিলে হামলার প্রতিবাদ
সিপিবি’র সদস্যপদ স্ক্রুটিনি ও নবায়ন সম্পর্কিত নির্দেশাবলি
‘বেচাকেনা’
ঢাকা ওয়াসার ৩৩২ কোটি টাকা আত্মসাতে ৪৬ কর্মকর্তা-কর্মচারী
Login to comment..