শ্রম আইনের কার্যকর সংশোধনীর আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনে গুলি করে শ্রমিক হত্যার জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া, নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদান, শ্রমিকদের উপর সকর প্রকার দমন পীড়ন বন্ধ এবং শ্রম আইনের অগণতান্ত্রিক ও নামসর্বস্ব সংশোধনী বাতিল করে কার্যকর সংশোধনীর উদ্যোগ গ্রহণের দাবিতে গত ১৪ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। স্কপের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাঈফুজ্জামান বাদশা, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুঁইয়া প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকীল আক্তার চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদি আলী খান, টিইউসির সহসভাপতি মোবারক হোসেন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে শ্রমিকদের সকল প্রত্যাশা পদদলিত করে মালিকদের ইচ্ছা অনুযায়ী মজুরি নির্ধারণ করে তারপর মালিকের ইচ্ছার মজুরিকে শ্রমিকদের মেনে নিতে বাধ্য করার জন্য রাস্ট্রের সর্বশক্তি প্রয়োগ ন্যাক্যারজনক। নেতৃবৃন্দ হাজার হাজার অজ্ঞাত আসামী রেখে মাশলা দায়ের কে মালিকদের দুরভিসন্ধি বাস্তবায়নের পথ তৈরি চেষ্টা হিসাবে অবহিত করে অবিলম্বে হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের উপর সকল ধরনের নিপীড়ন বন্ধের জোর দাবি জানিয়ে বলেন শ্রমিকদের উপর অন্যায্য আচারণ সহ্য করা হবেনা। ঘোষিত মজুরি অধিকাংশ শ্রমিক নেতারা মেনে নিয়েছে বলে মালিকদের প্রতিনিধির বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, বি.জি.এম.ই.এ’র পকেট শ্রমিক সংগঠন এবং কিছু বিদেশি সাহায্যপুষ্ট শ্রমিক সংগঠনের তথাকথিত নেতারা সরকার ও গার্মেন্টস মালিকদের প্রস্তাবিত এই মজুরি মেনে নিলেও মাঠ পর্যায়ে কাজ করা প্রকৃত গার্মেন্ট শ্রমিক সংগঠনগুলো এই মজুরি প্রত্যাখান করেছে। নেতৃবৃন্দ বলেন শ্রম আইনের পাশকৃত সংশোধনিতে শ্রমিকদের মতামতের প্রতিফলন নেই বলে অবিলম্বে শ্রম আইন কে গণতান্ত্রিক করার জন্য কার্যকর সংশোধনির ব্যবস্থা করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..