ছেলেকে অনৈতিক সুবিধার অভিযোগে বাইডেনকে অভিশংসনের প্রস্তাব

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : ছেলের ব্যবসা কর সংক্রান্ত অপরাধের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসনের প্রস্তাব এনেছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকক্যারর্থি। এই প্রস্তাবের পর বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বাইডেনের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ছেলে হান্টার বাইডেনকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। বাইডেনের ছেলে হান্টারের ব্যবসায়িক সহযোগীর অভিযোগ, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে হান্টার ক্ষমতার অপব্যবহার করেছিলেন। বর্তমানে হান্টারের বিরুদ্ধে কর সংক্রান্ত অপরাধের ফেডারেল তদন্ত চলছে। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস জানিয়েছেন, রিপাবলিকানরা ৯ মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। কিন্তু তারা প্রেসিডেন্টের কোনো অন্যায় খুঁজে পাননি। ম্যাকক্যারর্থির দল এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৯ এবং ২০২১ সালে দু’বার ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিলেন। এদিকে, হোয়াইট হাউস ম্যাকার্থির এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভার্জিনিয়ায় ডেমোক্রেটিক দলের তহবিল যোগানদাতাদের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তারা (রিপাবলিকানরা) কেন এই উদ্যোগ নিয়েছে, আমি জানি না। শুধু জানি, তারা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমার সরকারকে ক্ষমতা থেকে সরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিশংসন তদন্তের প্রতি আমার মনোযোগ নেই। আমি প্রতিদিন সকালে উঠি, অভিশংসন তদন্তে মনোযোগ দিই না। কারণ, আমার আরও অনেক কাজ আছে। এদিকে নতুন প্রজন্মের কাছে রাজনীতি ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট পদের প্রার্থী মিট রমনি। আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা এরই মধ্যে ঘোষণা করেছেন বাইডেন ও ট্রাম্প। প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি চলছে। এমন সময় রমনি তাদের সরে দাঁড়ানোর আহ্বান জানালেন। অবসরে যাওয়া নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..