সিলেট ও মৌলভীবাজারে যুব ইউনিয়নের কমিটি গঠন
সিলেট : বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৭ মে সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভার মধ্য দিয়ে অ্যাড. বিদ্যুৎ দাস বাপনকে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অ্যাড. বিদ্যুৎ কুমার দাশ এর সভাপতিত্বে এবং মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নু, সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক যুবনেতা গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. নিরঞ্জন দাস খোকন, যুব নেতা এস কে শাকিল প্রমুখ।
সভায় অ্যাড. বিদ্যুৎ কুমার দাশ বাপনকে আহ্বায়ক, মতিউর রহমান, সপ্তর্ষি দাস ও কাজল গোয়ালাকে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুব নেতা হাসান শাহরিয়ার, স্বপন মাহমুদ, সহিদুজ্জামান পাপলু, বিশ্বপা ভট্টাচার্য, শুভ্র দাশ, সুধারঞ্জন দাস অপু, রিপন ঘোষ, সন্দীপ দেব, থাময় সিংহ, এ হোসাইন, জয়া বিতস্তা, মোজাম্মেল হোসাইন।
মৌলভীবাজার : সাহসী যৌবনে সুন্দর আগামীর প্রত্যয়ে মৌলভীবাজারে যুব ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ মে জেলা সিপিবি কার্যালয়ে সন্ধ্যায় যুবনেতা আবু রেজা সিদ্দিকী ইমনকে আহ্বায়ক, জাবেদ ভূঁইয়া, কামরুল হাসান মিজু ও মনোতোষ দাশকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আবু রেজা সিদ্দিকী ইমন এর সভাপতিত্বে এবং কামরুল হাসান মিজুর পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নু, সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, যুব নেতা সজিব দত্ত প্রিতম, মনোতোষ দাশ, রনি পাল প্রমুখ।
আহ্বায়ক কমিটি সদস্যরা হলেন, গোলাম মোস্তফা পাভেল, প্রীতম দত্ত সজীব, আলী আমজাদ মিঠু, তপন কান্তি দে, রনি পাল, সুবিনয় পাল শুভ, আবুল হায়দার তরিক, পাপ্পু দেব, পিনাক দেব।
সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ এবং দেশের জনগণ ও রাজনীতি আজ সংকটময় মূর্হূতে। শিক্ষিত যুবকের সংখ্যা দিনদিন বাড়ছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির অগ্রযাত্রায় সাধারণ মানুষ আজ দিশেহারা। তাই দেশের সকল যুবদের ঐক্যবদ্ধ হতে হবে। শহর থেকে গ্রামে যুব ইউনিয়নের বার্তা পৌঁছে দিতে হবে। বেকার ভাতা ও শূন্যপদে চাকরির নিয়োগের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা অবিলম্বে সরকারি চাকরির নিয়োগ পরিক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত করার দাবি জানান। বিজ্ঞপ্তি
সংগঠন সংবাদ
চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি
বগুড়ার ধুনটে সিপিবির সমাবেশ
নারায়ণগঞ্জে সিপিবির সভা
শ্রমিকনেতা সানাউল্লাহ-এর স্মরণ সভা অনুষ্ঠিত
হাসান তারিক চৌধুরী এশিয়ান আইনজীবী ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত
সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সভা
ত্রাণচোর-ডাকাতদের গ্রেপ্তার ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ সিপিবির
গাইবান্ধার গিদারী বাজারে সিপিবির সমাবেশ
মোরেলগঞ্জে সিপিবির মতবিনিময় সভা
Login to comment..