কবিতা

ঘরে ঘরে নবান্ন উৎসব আসছে ঐ

মুস্তাফিজুর রহমান মিলন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

কমরেড, লড়াই জারি রেখ কেননা কৃষক লড়াই জারি রেখেছে। তাইতো মাঠে মাঠে সোনালী ফসল সবার জন্যই জীবন বাজি রাখে। সবার জন্য জীবন বাজি রাখে ঠিকই কিন্তু নিজের খাবার জোটে না যে, তার চোখে নিত্যঝরে নোনা জল। কমরেড, লড়াই জারি রেখ পকননা শ্রমিক লড়াই জারি রেখেছে। তাইতো আজও সচল রয়েছে কারখানা সচল রয়েছে রেমিট্যান্স প্রবাহ। কমেরড, লড়াই জারি রেখ কৃষক-শ্রমিক লড়াই জারি রেখেছে। রক্তের রং আর ভোরের লাল সূর্য নশংন বার্তা বয়ে নিয়ে ছুটছে। কমরেড, লড়াই জারি রেখ ঘরে ঘরে নবান্ন উৎসব আসছে ঐ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..