
একতা বিদেশ ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, আমি এখনও এমন কোনো পরিস্থিতির কথা ভাবতে পারছি না, যেখানে আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবো। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। আলোচনায় ইউক্রেন যুদ্ধের নানা দিকও উঠে আসে।
জেলেনস্কি বলেন, আমাদের এখন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরিস্থিতি নেই কারণ তিনি তার কথা রাখতে পারেন না। তার উপরে আমাদের কোনো বিশ্বাস নেই। রাশিয়ার উচিৎ আমাদের ভূমি ছেড়ে দেয়া। এরপর আমরা খুশিমনে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করবো।
সিএনএনকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানান জেলেনস্কি। সম্প্রতি দ্বিতীয় বছরে পড়েছে ইউক্রেন যুদ্ধ। কীভাবে তিনি ও তার পরিবার এই যুদ্ধের বিষয়টি সামলাচ্ছেন তা সম্পর্কে জেলেনস্কি বলেন, আমার দুই ছেলে মেয়েই ইউক্রেনে। আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমার ছেলে ইউক্রেনের স্কুলে পড়ছে। তারা ইউক্রেনের অন্যান্য শিশুদের মতোই সাইরেন আতঙ্কে থাকে।
তিনি বলেন, আমরা বিজয় চাই। আমরা যুদ্ধে অভ্যস্ত হতে চাই না। তবে আমরা চ্যালেঞ্জে অভ্যস্ত হয়ে গেছি। সবাই এখন একটি জিনিস চায়- যুদ্ধের অবসান হোক।
এদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিকে ইউক্রেন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, হাউস স্পিকারের উচিৎ সরাসরি ইউক্রেনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
রিপাবলিকান পার্টি যখন ইউক্রেনকে সহায়তা করে যাওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ঠিক তখনই এই আমন্ত্রণ জানালেন জেলেনস্কি।
সিএনএনকে তিনি বলেন, আমি মনে করি যে স্পিকার ম্যাকার্থি এর আগে কখনই কিয়েভ বা ইউক্রেন সফর করেননি। তিনি যদি কিয়েভে আসেন তাহলে তার মনোভাব ঠিক করতে তা সাহায্য করবে। ম্যাকার্থি, আপনি এখানে এসে দেখে যান আমরা কীভাবে কাজ করি। তারপরে আপনার সিদ্ধান্ত নির্ধারণ করুন।
এ বিষয়ে ম্যাকার্থিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনই তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই। ম্যাকার্থি এর আগে বলেছিলেন যে, তিনি ইউক্রেনকে সমর্থন করেন কিন্তু তাদের জন্য এভাবে ব্ল্যাংক চেক দিয়ে দেয়াকে পছন্দ করেন না।