তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : নজির ভেঙে টানা তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। পদটি অনেকটা আনুষ্ঠানিক হলেও ইতোমধ্যেই মাও সে তুংয়ের পর দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শি। ১০ মার্চ চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) এর প্রায় তিন হাজার সদস্যের সবাই ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ প্রেসিডেন্ট নির্বাচনে শি-র (৬৯) পক্ষে ভোট দেন; তবে তার কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না। ভোটাভুটিতে প্রায় আধ ঘণ্টা সময় লাগে এবং ভোট গণনা করতে লাগে আরও প্রায় ১৫ মিনিট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি শি পার্লামেন্ট সদস্যদের সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদের জন্য দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নির্বাচিতও হন। পার্লামেন্ট চাও লেজিকে পার্লামেন্টের নতুন চেয়ারম্যান এবং হান চেংকে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। উভয় নেতাই চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সাধারণ সম্পাদক শি ২০১৩ থেকে চীনের প্রেসিডেন্ট পদে আসীন আছেন। ফের পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় ২০২৮ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার কথা রয়েছে। মাওয়ের পর শি চীনের দ্বিতীয় নেতা যিনি টানা তৃতীয় মেয়াদে সিসিপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। এর মধ্যে তৃতীয় দফায় চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে। এর মধ্য দিয়ে তিনি চীনে কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা হলেন। গত বছরের অক্টোবরে দেশটির ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রধান হন সি। তখন তিনি আরও পাঁচ বছরের জন্য দলের সাধারণ সম্পাদকের পদ পান। ফলে তিনি যে আরেক দফায় পাঁচ বছরের জন্য চীনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা অনেকটাই অনুমিত ছিল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..