‘পাতা’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : পাতা তো পাতাই। পাটপাতা হলেই কী আর গাঁজার পাতা হলেই কী! সব পাতাই প্রকৃতির দান, প্রকৃতির সন্তান। এই শহরে কোনো প্রকৃতি নেই। তাই প্রকৃতিকে শহরের মানুষের কাছে পরিচিত করানোর একটা উদ্যোগ নিয়েছে পাট মন্ত্রণালয়, কিন্তু সেটাও যেন কারও কারও সহ্য হচ্ছে না। তারা পাট গাছের পাতার মধ্যে গাঁজা গাছের পাতা দেখতে পাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গাঁজা গাছের পাতা কি পাতা না? সে কি প্রকৃতির অংশ না? দুই পাতারই গুণ আছে। আমাদের পাট মন্ত্রণালয় তো গুণ বিচারের কারখানা। যদিও তাদের সরকারি কারখানাগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকরা এখন ধুঁকে ধুকে মরছে। মানুষ বলে, বিশ্বব্যাংকের পরামর্শে এটা করা হয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ হচ্ছে, সরকারের ওস্তাদ। দেশে-বিদেশে সরকারের এরকম আরও অনেক ওস্তাদ আছে। সরকার তো সবসময় ওস্তাদের কথাই শুনে, শ্রমিকের কথা তারা শুনতে যাবে কেন? গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৬ মার্চ ছিল পাট দিবস। দিনটি উদযাপন উপলক্ষে পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর বিজয় সরণী মোড়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিশাল ফেস্টুনও চোখে পড়ে। তাতে পাটজাত পণ্যের সঙ্গে রয়েছে সবুজ পাতার ছবি। তবে সেখানে ফেস্টুনের খাঁজ কাটা সবুজ পাতা দেখে পথচারীদের অনেকেই এটা পাট পাতা কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কয়েকজন পথচারী মন্তব্য করেন, এটা পাটের পাতা না কি গাঁজা গাছের পাতা? যদিও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পাতাকে ‘এক ধরনের পাট পাতা’ বলে দাবি করা হলেও উদ্ভিদ বিজ্ঞানের দুজন গবেষক তা নাকচ করে দিয়েছেন। তা নাকচ করুক। কিন্তু অনলাইনে সবচেয়ে মজার মন্তব্য করেছেন একজন পাঠক। তিনি লিখেছেন- “এতদিন পরে বুঝতে পারলাম, পাট মন্ত্রণালয় কেন সারা বছরই ঝিমুনির মধ্যে থাকে।”

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..