পুরান ঢাকায় ভবনে বিস্ফোরণে ২২ মৃত্যু
একতা প্রতিবেদক :
পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ৭ মার্চ ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। হতাহতদের দেখতে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে যান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ কাফি রতন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজসহ জোটভুক্ত অন্যান্য দলের নেতৃবৃন্দ।
সেখানে নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের সকল ক্ষেত্রে যে দুর্নীতি, লুণ্ঠন ও অনিয়ম চলছে তার ফলেই সিরিজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের একের পর এক ঘটনা ঘটে চলেছে। ৯ মাস আগে সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় মামলা হলেও মালিক কর্তৃপক্ষকে মামলার আসামি করা হয়নি, আর বর্তমানে তো মামলাই ডিপফ্রিজে চলে গেছে। রূপগঞ্জে হাসেম ফুডে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ অর্ধশতাধিক মানুষের মৃত্যু ঘটলেও ওই ঘটনারও কোন বিচার, দায়ীদের শাস্তি হয়নি।
এভাবে একের পর এক বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে কাঠামোগত হত্যাকাণ্ড সংগঠিত হলেও কোন ঘটনারই সুষ্ঠ তদন্ত, বিচার ও দায়ীদের শাস্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে বেপরোয়া হয়ে ওঠছে। মৃত্যুর মিছিলও ক্রমশ বেড়ে চলেছে। নেতৃবৃন্দ সকল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মাধ্যমে হতাহতের ঘটনার সুষ্ঠ তদন্ত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের নেতৃত্বে শুরু হয় উদ্ধার অভিযান। পরদিন ঘটনাস্থল থেকে আরও দুটি লাশ পাওয়া যায়। ৯ মার্চ দুপুরে ভবনের বেজমেন্ট থেকে এক স্যানিটারি দোকানোর কর্মীর লাশ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।
এখনও বার্ন ইনস্টিউটে ৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন।
কেন বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।
প্রথম পাতা
বিদেশিদের কাছে ধরনা রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব
‘ফ্যাসিবাদী শাসন বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না’
গাইবান্ধায় কৃষক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
নড়াইলের বড়দিয়ায় উদীচী উৎসবে হামলাকারীদের গ্রেপ্তারে ‘প্রশাসন ব্যর্থ’
ক্ষতিপূরণ পাচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’
ছাত্রীদের আন্দোলন, ‘পদের গরম দেখানো’ বিচারককে সরানো হল বগুড়া থেকে
সুখের সূচকে ২৪ ধাপ নামল বাংলাদেশ
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
‘শব্দ-নিঃশব্দ’
Login to comment..