ডালুছড়া চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমাবেশ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ডালুছড়া চা-বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি সহ অন্যান্য মৌলিক অধিকার আদায়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা চত্ত্বরে ২৫ জানুয়ারি সকাল ১১ টায় চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ডালুছড়া চা-বাগানের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডালুছড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি এবং চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা বর্মা মৃধার সভাপতিত্বে এবং সংগঠক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক এস এম শুভ, কেন্দ্রীয় সদস্য ও মোমিনছড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন মৃধা, ডালুছড়া চা-বাগানের শ্রমিক রীতা মৃধা, আরতি বাউরি, সুবল বাউরি এবং শ্রীমতী কুর্মি প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের সব চা-বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা হলেও ডালুছড়া চা-বাগানের শ্রমিকদের মজুরি এখনো মাত্র ৯৯ টাকা। ইতিপূর্বে যখন মজুরি ছিল ১২০ টাকা, ১০২ টাকা তখনও শ্রমিকদের ৯৯ টাকা মজুরি দেয়া হত। বাগান মালিক শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে বছরের পর বছর ঠকিয়ে যাচ্ছেন। বাগানের শ্রমিকরা আজ দুর্বিষহ জীবনযাপন করছেন।
সমাবেশ শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে ডালুছড়া চা-বাগানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে উপস্থিত শ্রমিকদের অবহিত করেন। পরবর্তীতে সিলেটের জেলা প্রশাসক, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিকট স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সংগঠন সংবাদ
কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)’র সভা
গণতান্ত্রিক আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির ১ম সভা
চট্টগ্রামে যুব ইউনিয়নের বিক্ষোভ
শোক
কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ
৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি’র ঢাকায় মানববন্ধন
স্মরণসভা
গোবিন্দগঞ্জে আদিবাসী ইউনিয়নের বর্ধিত সভা
বরেন্দ্র’র অনিয়ম-হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে কৃষক সমিতির আন্দোলন
ফরিদপুরে বামজোটের সমাবেশ
ক্ষেতলালে সিপিবি’র পার্টি কার্যালয় উদ্বোধন ও মিছিল
Login to comment..