
মৌলভীবাজারের কুলাউড়ায় রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ে ২২ জানুয়ারি চা-শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমির অধিকারসহ সকল নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক খাদিম চা-বাগানের পঞ্চায়েত সভাপতি সবুজ তাঁতীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এস এম শুভ।
সভায় বক্তব্য রাখেন, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবদুল্লাহ আল কাফি রতন, খন্দকার লুৎফর রহমান, সৈয়দ ফরহাদ হোসেন, খায়রুল হাছান, কমিটির সদস্য এবং মুমিনছড়া চা-বাগানের পঞ্চায়েত সভাপতি লিটন মৃধা, ডালুছড়া চা-বাগানের পঞ্চায়েত সভাপতি বর্মা মৃধা, বোরহাননগর চা-বাগানের শ্রমিক ঠাকুর রাজোয়ার, রাজানগর চা-বাগানের শ্রমিক নেতা পূরণ ওরাং, কালিটী চা বাগানের বাগানের শ্রমিক নেতা কৃষ্ণ দাস অলমিক, রত্না চা-বাগানের পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ, চা-শ্রমিকের দশ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি কুলাউড়া উপজেলার আহবায়ক বিশ্বজিত দাস, চা-শ্রমিকের দশ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য জিতেন ভৌমিক, সদস্য রাসেল আহমেদ, করিমপুর চা-বাগানের শ্রমিক বিমল বাগতি, লালচান্দ বাগানের শ্রমিক নেতা বকুল ভৌমিক, চা-বাগানের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সংগঠক প্রণব কুমার দেব, সংগঠক মনীষা ওয়াহিদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বাগানে বাগানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তি