‘সকল রিকশা ভ্যান চালকদের জন্য টোকেন ব্যবস্থা চালু কর’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
রিকশা-ভ্যানের লাইসেন্স নিয়ে দুর্নীতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি নং- মৌ-০৪০) উদ্যেগে এক প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশসকের নিকট নয় দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম দারু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাজিদুল ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদের সভাপতি প্রবীর চৌধুরী রিপন, টিইউসির জেলা সদস্য সচিব আল মামুন, সংগঠনের সহ-সভাপতি জয়নাল মিয়া, সহ-সম্পাদক রুহেল খান, সদস্য দুলাল মিয়া, হিরু মিয়া, কালাম মিয়া ও বিদ্যুৎ শ্রমিক নেতা কালাম মিয়া প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, শত বছরের পৌরসভায় রাস্তাঘাট নাই। রিক্সা-শ্রমিকদের স্ট্যান্ড বিভিন্ন ব্যক্তি ও পতিষ্ঠান দখল করে ফেলেছে। অনতিবিলম্বে রিক্সা ষ্ট্যান্ড পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন রিক্সার লাইসেন্স নিয়ে দুর্নীতি বন্ধের জন্য সকল রিক্সা ও ভ্যান শ্রমিকদের পৌরসভা থেকে লাইসেন্স এর পরিবর্তে মাসিক টোকেন ব্যবস্থা করতে হবে। রিক্সার লাইসেন্স নিয়ে সিন্ডিকেট ভেঙ্গে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। বিজ্ঞপ্তি সিদ্ধিরগঞ্জের এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জের এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টস শ্রমিকদের ৩ মাসের বকেয়া মজুরি পরিশোধে মালিক পক্ষের টালবাহানায় ক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ শহরর বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। ২২ জানুয়ারি বিকেল ৩ টায় চাষাড়া কলকারখানা অধিদপ্তরের সামনে থেকে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টসের শ্রমিক ফয়সাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য এম এ শাহীন ও কারখানার শ্রমিক হৃদয় প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিদ্ধিরগঞ্জের এসও এলাকার এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টস শ্রমিকদের ৩ মাসের বকেয়া মজুরি পরিশোধে ধারাবাহিক আন্দোলন ও সরকারি দপ্তর, প্রশাসনের চাপে কারখানার মালিক গত ১৯ জানুয়ারি বিকেলে চাষাড়া কলকারখানা অধিদপ্তরে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে বসে ছিল। এই বৈঠকে মালিক কথা দিয়ে ছিলেন ২২ জানুয়ারি সকাল ১১ টায় কলকারখানা অধিদপ্তরে হাজির হয়ে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কিন্তু মালিক ছলচাতুরীর আশ্রয় নিয়ে সেখানে উপস্থিত হয়নি। ফলে উপস্থিত শ্রমিকরা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বলেন, শ্রমিকদেরকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য জুট সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। মালিক মুঠ করে যা দেয় তা নিয়ে সন্তুষ্ট হয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন হুমকি-ধামকি দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না। অবিলম্বে পাওনা পরিশোধে মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান তারা। পরে ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেছে। ওই কারখানার শ্রমিক ফয়সাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য এম এ শাহীন, ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার রায়, কারখানার শ্রমিক হৃদয় ও অরুনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..