অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চায় ইউরোপ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : অভিবাসীদের ভারে যেন নুইয়ে পড়ছে ইউরোপের দেশগুলো। তাই ইউরোপে আশ্রয় পাওয়ার অধিকার নেই এমন আরও অভিবাসন প্রত্যাশীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ভালো সমন্বয় ও ভিসায় বিধিনিষেধের পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ইউরোপের অভিবাসন মন্ত্রীরা বৈঠক করেছেন। ইউরোপের এ জোটের ভেতর অভিবাসন ইস্যুটি ক্রমেই রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠছে। সে কারণেই সদস্য দেশগুলোকে এখন ইউরোপে পৌঁছাতে পারা অভিবাসন প্রত্যাশী এবং যারা অভিবাসনের সুযোগ পাচ্ছে তাদের দায়িত্ব ভাগাভাগি নিয়ে তিক্ত বৈরিতা পুনরুজ্জীবনের চেয়ে অবৈধ অভিবাসন কমানো এবং আশ্রয় পাওয়ার অধিকার পেতে ব্যর্থদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে গতি বাড়ানো নিয়ে আলোচনা করতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিপুলসংখ্যক অভিবাসী বৈধ ও অবৈধভাবে পাড়ি জমায় ইউরোপে। এ থেকে মুক্তি পেতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইইউ। “সংশ্লিষ্ট সকল ইইউ নীতিকে কাজে লাগিয়ে লোকজনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যকর উপায় বের করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার,” মন্ত্রীদের যৌথ বিবৃতির এক খসড়ায় এমনটাই লেখা রয়েছে বলে দেখেছে রয়টার্স। শরণার্থী হিসেবে থাকার অধিকার নেই, এমন প্রত্যেককে নিজ নিজ দেশে কার্যকরভাবে ফেরত পাঠাতে বা বহিঃসমর্পণে ইইউ-র ভেতরেও সরকারের বিভিন্ন অংশের মধ্যে সম্পদ ও সমন্বয়ে ঘাটতি বিদ্যমান, বলছে ইউরোপিয়ান কমিশন। সহযোগিতা না করা তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপর ভিসা বিধিনিষেধসহ নানান সাজা দেওয়ার ব্যাপারে অভিবাসন মন্ত্রীদের চাপ থাকলেও অতীতে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্র ও উন্নয়ন মন্ত্রীদেরকেই এর বিরোধিতা করতে দেখা গেছে। ইইউভুক্ত দেশগুলোতে বিভিন্ন ইস্যুতে ভিন্নমতের কারণেও ওই চাপ কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়েছে। যে কারণে এখন পর্যন্ত গাম্বিয়া ছাড়া অন্য কোনো দেশের ওপর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইইউ দেশগুলোর ভেতর পর্যাপ্ত সমর্থন জোগাড় করা যায়নি। গাম্বিয়ার নাগরিকরা এখন ইউরোপের জোটভুক্ত দেশগুলোতে ঢুকতে মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছে না, ভিসা পাওয়ার ক্ষেত্রে অপেক্ষার সময়ও অন্যদের চেয়ে বেশি লাগছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..