‘খেলা’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় খেলার কথা বলেন। সম্প্রতি তিনি খেলা শব্দটিকে তাঁর বক্তব্যের নিয়মিত অংশ বানিয়ে ফেলেছেন। আবারও তিনি খেলার কথা বললেন। তবে সেই খেলা এখনও তিনি শুরু করেননি। খেলা শুরু হলে বিএনপির গণজোয়ার হারিয়ে যাবে বলে তিনি। গত বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে এ মন্তব্য করেন। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশাহারা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা তো এখনো শুরু করিনি। মাত্র সূচনা। খেলা যখন হবে, কোথায় যাবে এই গণজোয়ার? এখন নেতাকর্মীরা আছে, জনগণ নাই। এখন জনগণের কথা নাই। জনগণ ভালো আছে বিএনপির মন খারাপ।’ বিএনপির আন্দোলনের সমালোচনা করে কাদের বলেন, ‘হায়রে আন্দোলন! যত নেতা বাড়ে, যত জোট বাড়ে। বাড়তে বাড়তে ৫৪। জোয়ার যেটুকু এসেছিল, ঢেউ এসেছিল কিছু। সেই ঢেউ জোয়ার থেকে এখন ভাটা নেমে গেছে। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। কিন্তু দেশের সচেতন মানুষ আজ আর কাদের সাহেবের খেলাও দেখতে চান না। বিএনপির অপশাসনও দেখতে চান না। মানুষ চায় এখন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের কথা প্রতিফলিত হবে। দেশের মানুষ অসহনীয় দুর্নীতি থেকে মুক্ত হবে। খাদ্য দ্রব্যের দাম কমবে। শ্রমিক তাঁর ন্যায্য মূল্য পাবে। দেশের মানুষ বর্তমানে ভোটারবিহীন নির্বাচন দেখে অতিষ্ঠ। গেলো দুটি সংসদ নির্বাচনে মানুষের আশা-আকাঙ্কা প্রতিফলিত হয়নি। সেই দুর্বিষহ নির্বাচনের কথা ভুলতে চায় মানুষ। তবে বিএনপির হাতেও ক্ষমতা গেলেও যে মানুষের আশা আকাঙ্কার প্রতিফলন হবে না এটাও জানে দেশের সাধারণ জনগণ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..