
একতা প্রতিবেদক :
রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে গত ২৬ জানুয়ারি বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় পরিষদ সদস্য আবদুল হাশিম কবির, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন আলম, সিপিবি পল্টন শাখার সহ-সম্পাদক উত্তম ভৌমিকসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পল্টন থানা ঘেরাও করে সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটি। বিক্ষোভের চাপে হকারনেতা আব্দুল হাশিম কবির ও শ্রমিকনেতা শাহীন আলমকে সেদিন রাতে মুক্তি দেয়া হলেও, অন্যরা আদালত থেকে মুক্তি পান পরদিন সন্ধ্যায়।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত আলী অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারি ঢাকার মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে কয়েকটি হকার সংগঠন সংবর্ধনা প্রদান করে। তিনি বলেন, এই আয়োজনকে ঘিরে সপ্তাহব্যাপী হকারদের কাছ থেকে অর্থ উত্তোলন করেছে একটি চক্র। হকার্স ইউনিয়নসহ সাধারণ হকাররা যে সকল স্থানে প্রতিবাদ করেছে সেই সকল স্থানের হকারদের প্রতি ক্ষিপ্ত ছিলো একটি মহল।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য থেকে জানা যায়, ওইদিন সকালে পুরানা পল্টনের যে সকল ফুটপাতের হকাররা মেয়রের সংবর্ধনায় যায়নি সংবর্ধনা চলাকালে সেখানে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। মুক্তি ভবনের সামনের ফুটপাথে ২ হাজার টাকা করে হকারদের জরিমানা করে সে টাকা নগদ আদায় করা হয়।
সন্ধার দিকে পল্টন এলাকায় হঠাৎ পুলিশি অভিযান শুরু হয়। সিপিবি’র পল্টন শাখার সহ-সম্পাদক উত্তম ভৌমিকসহ ৮ জনকে পুলিশ আটক করে। পুলিশের মারমুখী আচরণের মুখে হকার্স ইউনিয়ন সভাপতি আব্দুল হাশিম কবির,গার্মেন্ট টিইউসি’র কেন্দ্রীয় নেতা শাহীন আলম আটকের প্রতিবাদ জানালে তাদেরও গ্রেফতার করে পুলিশ। গাড়িতে তোলার পর শাহীন আলমের মুখে, চোখের নিচে ঘুষি মারা হয়।এসময় হকাররা পুলিশের গাড়ি ধাওয়া করে।
সন্ধায় তাৎক্ষণিক ভাবে গ্রেফতারকৃত পার্টি নেতৃবৃন্দ এবং হকারদের মুক্তির দাবিতে বিক্ষভ মিছিল করে সিপিবি ঢাকা দক্ষিণ। মিছিলটি পল্টন থানায় পৌঁছালে থানার প্রধান ফটকে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা ও রাকসুর প্রাক্তন ভিপি রাগিব আহসান মুন্না, সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, সদস্য হযরত আলী, মঞ্জুর মঈন, হকার্স ইউনিয়নের কার্যকরি সভাপতি আবুল কালাম, হকারনেতা আব্দুল মজিদ।