সম্মেলন ঘিরে উদ্দীপনা, প্রস্তুত হচ্ছে কৃষকরা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বাগমারায় কৃষক সমিতির সম্মেলন
একতা প্রতিবেদক : আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি বগুড়ায় হতে যাওয়া জাতীয় সম্মেলন সফল করতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ কৃষক সমিতি। সম্মেলনের নানান প্রস্তুতির পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন জেলা-উপজেলার সম্মেলনও চলছে সমান তালে। দেশের কৃষি, কৃষক বাঁচাতে আন্দোলন জোরদার করতে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ বিভিন্ন অঞ্চলের কৃষকদের। গত ২১ জানুয়ারি সকাল ১১.৩০টায় বাংলাদেশ কৃষক সমিতির কুড়িগ্রাম জেলার ৫ম জেলা সম্মেলন কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে উপজেলা ও জেলার কর্মীদের নিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীণ কৃষকনেতা আলতাফ হোসাইন। এরপরে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর প্রেসক্লাব থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম শহীদ মিনার হয়ে পুনরায় প্রেসক্লাব এসে শেষ হয়। এরপর ২য় অধিবেশনে বিশদ আলোচনা করে সর্বসম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত করা হয় নূর মোহাম্মদ আনসার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট প্রদীপ কুমার রায় এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন অমেন্দ্র নাথ রায়। এরপর আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি জাতীয় সম্মেলন সফলের করণীয় আলোচনা করা হয়। পরিশেষে প্রধান অতিথি সংগঠনের শপথ বাক্য পাঠের মধ্যদিয়ে সম্মেলনের আয়োজন শেষ করা হয়। নাগরপুর উপজেলা, টাংগাইল: গত ২১ জানুয়ারি সকাল ১১টায় প্রবীণ কৃষকনেতা বুদ্দু মিয়ার সভাপতিত্বে নাগরপুর উপজেলা সদরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি নাগরপুর উপজেলা কমিটির সভাপতি খুরশিদ নাহার ভুইয়া। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ৯টি গ্রাম থেকে ২১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং সর্বসম্মতিতে আবু হানিফ মিয়াকে সভাপতি ও আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির ২১ সদস্যের মধ্যে সম্মেলনে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে, ৬জনকে পরবর্তীতে কোঅপ্ট করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিপিবি নাগরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আবু বকর সিদ্দিক, কৃষ্ণপদ সরকার, আবু হানিফ মিয়া, দুলাল সূত্রধর, আব্দুস সামাদ, আব্দুল বাতেন, মোছা. ছামেলা খানম, অনন্ত কুমার সাহা প্রমুখ। গাওকান্দিয়া, দুর্গাপুর, নেত্রকোনা: শতশত কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে নেত্রকোনা জেলার দুর্গাপুরে কৃষক সমিতির গাঁওকান্দিয়া ইউনিয়ন সম্মেলন

অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে গত ২১ জানুয়ারি বিকেলে গাঁওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গাঁওকান্দিয়া ইউনিয়ন কমিটিতে আব্দুর রাজ্জাককে সভাপতি, নাছিমা বেগমকে সাধারণ সম্পাদক ও আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট গাঁওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের আগে কৃষক সমিতির বিভিন্ন গ্রাম কমিটি থেকে আগত প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনাসভায় বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা নেতা শামসুল আলম খান, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আ. মালেক সরকার, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমীন খান, কৃষক নেতা বাবুল মিয়া, শরিফা বেগম, আ, রউফ। চন্ডিগড় ইউনিয়ন, দুর্গাপুর, নেত্রকোনা : নেত্রকোনা জেলার দুর্গাপুরে কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে কৃষক সমিতি চন্ডিগড় ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মঞ্জুল হাসানকে সভাপতি, আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক ও নুরুন্নাহারকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট চন্ডিগড় ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের আগে কৃষক সমিতির বিভিন্ন গ্রাম কমিটি থেকে আগত প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সাবেক সভাপতি আল আমীন চৌধুরী। কাকৈরগড়া ও বাকলজোড়া ইউনিয়ন: নেত্রকোনা জেলার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে গত ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকালে বাংলাদেশ কৃষক সমিতি কাকৈরগড়া ইউনিয়ন কমিটি গঠন ও সন্ধ্যায় বাকলজোড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। কাকৈরগড়া ইউনিয়ন কমিটিতে আব্দুল বারেককে সভাপতি, নাছিমা বেগমকে সাধারণ সম্পাদক ও বাবুল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কাকৈরগড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয় এবং সন্ধ্যায় বাকলজোড়া ইউনিয়ন কমিটিতে আব্দুর হান্নানকে সভাপতি, আমজাত হোসেনকে সাধারণ সম্পাদক ও তাজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাকলজোড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের আগে কৃষক সমিতির বিভিন্ন গ্রাম কমিটি থেকে আগত প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি

দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সহ সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমীন খান, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সাধারণ সম্পাদক নুর আলম। নওগাঁয় প্রথম জেলা সম্মেলন : নওগাঁয় বাংলাদেশ কৃষক সমিতির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬০ এর দশকের আইয়ুব বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নূল হক মুকুলকে সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ফয়জুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি সকাল ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ কৃষক নেতা মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬০এর দশকের আইয়ূব বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী। কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী কমল কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের সদস্যদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন আলতাফুল হক চৌধুরী ও সুকান্ত শফি চৌধুরী কমল, সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রবীণ কৃষক নেতা মনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহসীন রেজা, ক্ষেতমজুর নেতা প্রদ্যুৎ ফৌজদার, আদিবাসী নেতা রেবেকা সরেন, কৃষক নেতা হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। বগুড়া শেরপুর: গত ২১ জানুয়ারি বিকেল ৩টায় বগুড়া শেরপুরে বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা কমিটির উদ্যোগে পৌর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষকের সার্বিক সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সুকান্ত সফি কমল, জেলা কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোস কুমার পাল, হাসান আলী শেখ, সাদ্দাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে সিপিবি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ক্ষেতমজুর সমিতি উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমুখ। সম্মেলনে বিরেন মাহাতোকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা: গত ২১ জানুয়ারি বাগেরহাটের মোরেলগঞ্জে

বাংলাদেশ কৃষক সমিতির প্রথম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ উপজেলা সদরের পৌর পার্কের সম্মেলনের উদ্বোধন করেন- বাংলাদেশ কৃষক সমিতির বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক খান সেকেন্দার আলী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট তুষার বসু, বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ, উপজেলা সিপিবির সম্পাদক জুরেন্দ্রনাথ মজুমদার, নিশানবাড়িয়া ইউপির নবনির্বাচিত সদস্য ক্ষেতমজুর সমিতির নেতা পারভীন বেগম, খান খলিলুর রহমান প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান লাকী। সম্মেলনে কৃষকের ফসলের লাভজনক দাম, কৃষি কার্ড প্রদান, ভেজালমুক্ত সার- বীজ সরবরাহ, ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎ এর অনিয়ম বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মাদকের বিস্তার রোধে সরকারের কাছে দাবি জানানো হয়। সম্মেলনে মোস্তাফিজুর রহমান লাকিকে সভাপতি, মোহাম্মদ জয়নালকে সাধারণ সম্পাদক ও আবুল বাসার বাবুলকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। এর আগে গর ১৮ জানুয়ারি শরণখোলা উপজেলা কৃষক সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুজ্জামান শরিফ। বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, অধ্যাপক অসীম মল্লিক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। সম্মেলনে নুরুল হক বাবুলকে সভাপতি সোলায়মান ফরাজীকে সাধারণ সম্পাদক ও নৃপেন সাধককে সাংগঠনিক সম্পাদক করে শরণখোলা উপজেলা কৃষক সমিতির কমিটি গঠন করা হয়। রাজশাহীর বাগমারা: বাংলাদেশ কৃষক সমিতি বাগমারা উপজেলা, রাজশাহীর সম্মেলন গত ২৪ জানুয়ারি উপজেলার হাটগাংগোপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক ইয়াজউদ্দিন মাস্টারের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সমিতি রাজশাহীর জেলা আহ্বায়ক গোবিন্দ পড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কৃষক নেতা বিজন সরকার। সম্মেলন ১৯ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে সভাপতি পদে ইমাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক পারভেজ আলম ও সাংগঠনিক সম্পাদক পদে মো. বেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ৩ জন সহ-সভাপতি যথাক্রমে রবীন্দ্রনাথ তরফদার, মকবুল হোসেন শাহ ও শুকুর আলী। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এতে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উদীচী মচমইল শাখার সভাপতি আক্কাস আলী, যুব নেতা প্রতীক সরকার, ছাত্র ইউনিয়ন নেতা বেনজির আহমেদ শাওন, আবুল কাশেম প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..