অভাবের তাড়নায় সন্তান বিক্রি!
একতা প্রতিবেদক :
অভাবের তাড়নায় দেড় মাস বয়সী ছেলেকে বিক্রি করে দিয়েছিলেন টঙ্গীর এক নারী। পরে পুলিশের হস্তক্ষেপে সেই সন্তান পরিবারের কাছে ফিরে এসেছে।
বিভিন্ন গণমাধ্যমের সংবাদ বলছে, মাস দেড়েক আগেই তৃতীয় সন্তানের জন্ম দেন গাজীপুরের টঙ্গী এলাকার লিমা হনুফা (৩৫)। অন্যের বাড়িতে কাজ করে লিমা হনুফাকে সংসার চালাতে হয়। সন্তান প্রসবের কারণে দীর্ঘদিন ধরে কাজে যেতে পারেননি। লিমার স্বামী মো. মাসুম শারীরিক প্রতিবন্ধিতার কারণে ঠিকমতো কাজ করতে পারেন না। তাই আয়রোজগার প্রায় বন্ধ থাকায় ৩০ হাজার টাকা দেনা হয়ে গিয়েছিল লিমা-মাসুমার।
এক দিকে সংসারের খরচ, অন্য দিকে পাওনাদারের নিয়মিত চাপ—সব মিলিয়ে লিমা দিশেহারা হয়ে পড়েছিলেন। এ অবস্থায় ঋণ শোধ করতে মাত্র ৪৭ দিন বয়সী ছেলেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন লিমা। ওই টাকা পেয়ে লিমার আর্থিক মুক্তি হয়তো মিলেছিল, কিন্তু কোলের সন্তানকে অন্যের কোলে তুলে দিয়ে হতাশায় ডুবে যান তিনি। সন্তান চোখের আড়াল হওয়ায় খাওয়াদাওয়া সবই ছেড়ে দিয়েছিলেন। লিমার এ করুণ পরিণতি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ায় টঙ্গী পূর্ব থানা-পুলিশ। পরে ২৬ জানুয়ারি ওই সন্তানকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেয় তারা।
পুলিশের কর্মকর্তারা জানান, অভাবের কারণে এক মা তাঁর সন্তান বিক্রি করে দিয়েছেন, এমন খবর পেয়ে তাঁরা কিছুটা অবাক হয়ে যান। প্রাথমিকভাবে যাচাই করে পুলিশ ঘটনার সত্যতা পায়। পরে পুলিশের উদ্যোগে দোহারের ওই দম্পতিকে টাকা পরিশোধ করে লিমার সন্তানকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি লিমার স্বামীর জন্যও একটি কারখানায় চাকরির ব্যবস্থাও করা হয়েছে।
প্রথম পাতা
বিদেশিদের কাছে ধরনা রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব
‘ফ্যাসিবাদী শাসন বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না’
গাইবান্ধায় কৃষক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
নড়াইলের বড়দিয়ায় উদীচী উৎসবে হামলাকারীদের গ্রেপ্তারে ‘প্রশাসন ব্যর্থ’
ক্ষতিপূরণ পাচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’
ছাত্রীদের আন্দোলন, ‘পদের গরম দেখানো’ বিচারককে সরানো হল বগুড়া থেকে
সুখের সূচকে ২৪ ধাপ নামল বাংলাদেশ
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
‘শব্দ-নিঃশব্দ’
Login to comment..