দিনাজপুর খেলাঘরের দ্বিতীয় জেলা সম্মেলন
‘আনন্দময় শৈশব চাই সুখি সুন্দর বাংলাদেশে’ এই স্লোগানকে ধারণ করে শিশু সংগঠন দিনাজপুর খেলাঘর আসরের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে খেলাঘর দিনাজপুর জেলা শাখার আগামি দুই বছরের জন্য অধ্যাপক জলিল আহমেদকে সভাপতি ও প্রমথেশ শীলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি মনোনীত করা হয়।
গত ১৫ জানুয়ারি সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বর্ষীয়ান রাজনীতিক মোহাম্মদ আলতাফ হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর খেলাঘর আসরের সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর আলোচনাসভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদের সভাপতিত্বে খেলাঘরের সংগঠক প্রমথেশ শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, সম্পাদকমণ্ডলির সদস্য মাহবুবুর রহমান শিপন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল মতিন সৈকত, উদীচী কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলির সদস্য রেজাউর রহমান রেজু, দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, সিপিবি জেলা সভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম, সদস্য শ্রীদাম দাস, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. শিলাদিত্য শীল, ফুলবাড়ি কয়লাখনিবিরোধী আন্দোলনের সংগঠক নুরুজ্জামান, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার সেন, শ্রমিক আন্দোলনের সংগঠক এসএম চন্দন, সাবেক ছাত্রনেতা নুপুর সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি
Login to comment..