সিপিবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
উল্লাপাড়া শাখার সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা বন্যাকান্দি শাখার এক সভা গত ১২ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়। আমজাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত সিপিবি সিরাজগঞ্জ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ সুলতান আহমেদ। শাখার সভায় সিদ্ধান্ত হয় জানুয়ারি মাসের মধ্যে গ্রুপগুলোর সভা শেষ করা এবং কৃষক সমিতির জাতীয় সম্মেলন সফল করতে গ্রাম কমিটি গঠন করাসহ প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। বিজ্ঞপ্তি ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিপিবি জেলা কার্যালয়ে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, সদস্য সেতারা বেগম, রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় প্রমুখ। বিজ্ঞপ্তি মেহেরপুর জেলার শীতবস্ত্র বিতরণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাংনী উপজেলা ও মুজিবনগর উপজেলা শাখা কর্তৃক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কানন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, অ্যাড. মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..