মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- ব্রাহ্মণবাড়িয়া : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ১৮ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আছমা খানম, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. সৈয়দ মোঃ জামাল, জেলা কমিটির সদস্য অসিত পাল, আহমেদ হোসেন, আল মামুন, শ্রমিক নেতা সাহেদ মিয়া ও আনিসুর রহমান। নেতৃবৃন্দ বলেন, আই.এম.এফ টাকা ফেরত দিয়ে গত ১৬ বছরে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত এবং ১ লক্ষ ৩৪ হাজার খেলাপি ঋণের টাকা উদ্ধার করার আহ্বান জানান। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের অনুষ্ঠিত করার জোর আহ্বান জানান। পাঁচলাইশ (চট্টগ্রাম) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রঘোষিত ‘দাবি সপ্তাহ’ পালন উপলক্ষে পাঁচলাইশ থানা কমিটির সমাবেশে নেতৃবৃন্ধ বলেন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে উন্নয়নের বুলি অবান্তর। সিপিবি পাঁচলাইশ থানার নারীনেত্রী খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। আরো বক্তব্য রাখেন থানা কমিটির সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, মোহাম্মদ মহসিন, বাদল কান্তি নাথ, শ্রমিক নেতা আলাউদ্দিন বাবলু প্রমুখ। কোতোয়ালি থানা (চট্টগ্রাম) ভোটাধিকার, দাম কমানো, পাচারের টাকা ফেরত, বৈষম্য ও দুর্নীতি দূর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি দাবি সপ্তাহের অংশ হিসেবে সিপিবি চট্টগ্রাম জেলা কোতোয়ালি থানা বিক্ষোভ সমাবেশ করে। গত ১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোতোয়ালি থানার উদ্যোগে কে.সি.দে রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, জেলা কমিটির সদস্য সিতারা শামিম, যুব নেতা শাহ আলম, ছাত্র শাখার সম্পাদক এ্যানি সেন প্রমুখ। লতিফপুর: সিপিবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৭ জানুয়ারি লতিফপুর পাক্কার মাথায় সিপিবি উপজেলা কমিটির সদস্য মাহবুব আলমের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমন্ডলীর সদস্য মছিউদ্দদৌলা, উপজেলা কমিটির সভাপতি অ্যাড. জহির উদ্দিন মাহমুদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতাজামাল উদ্দিন । রংপুর: দুঃশাসন হটাও,ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলা কমিটির আহ্বানে গত ১৬ জানুয়ারি বিকাল ৩ টায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে ও ক্ষেতমজুর সমিতি রংপুর জেলা কমিটির সদস্য ইসতিয়াকুর রহমান হিমেল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাফি সরকার, সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজু, যুব ইউনিয়ন রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব পাল এবং ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদ মেহেদী হাসান।সমাবেশে উপস্থিত ছিলেন উদীচী রংপুর জেলা সংসদের সভাপতি ড.শাশ্বত ভট্টাচার্য, কৃষকনেতা নৃপেন ঘোষ ও আরও অনেকে। সিলেট: শাহপরাণ গেইটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শাহপরাণ থানা শাখা, সিলেট এর উদ্যোগে গত ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করা এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুকরণ, পাচার হওয়া টাকা ও খেলাপী ঋণ আদায়সহ এর সাথে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ করা, চা-শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করা এবং চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করা, দেশে সাম্রাজ্যবাদী ও বিদেশি হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শাহপরাণ থানা শাখার নেতা এনায়েত হাসান মানিক এর সভাপতিত্বে ছাত্রনেতা মাশরুখ জলিল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির নেতা ডা. বীরেন্দ্র চন্দ্রদেব, সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিপিবি শাহপরাণ থানা শাখার সম্পাদক তুহিন কান্তি ধর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সহ-সভাপতি রতন দেব, যুবনেতা শাহজাহান কবির শাকিল, ছাত্রনেতা মনীষা ওয়াহিদ প্রমুখ। গৌরীপুর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ডাকে দেশব্যাপী দাবি সপ্তাহে সিপিবি ময়মনসিংহ জেলার গৌরীপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। গত ১৫ জানুয়ারি বিকালে উপজেলার সিধলা ইউনিয়নের বিভিন্ন গ্রামমনিহরকান্দা বাজার, হাসনপুর বাজার ও বালুচরা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় এসব পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী, ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পী, জেলা কমিটির সদস্য সুশান্ত দেবনাথ খোকন, উপজেলা কমিটির নেতা মজিবুর রহমান ফকির প্রমুখ। নেতৃবৃন্দ ফসলের লাভজনক দাম, গ্রামের গরিব মানুষদের জন্য রেশনিং চালু, ভোট ও ভোটাধিকারের অধিকার, বর্তমান অবৈধ সংসদ ভেঙ্গে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন। সুনামগঞ্জ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ডাকে দাবি সপ্তাহের অংশ হিসেবে গত ১৪ জানুয়ারি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা কমিটির উদ্যোগে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ ও পদযাত্রায় প্রবীণ জননেতা জয়কৃষ্ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজুমদার। নেতৃবৃন্দ অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হাওরের ইজারা বাতিল, ভোট ও ভাতের অধিকার, তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। সমাবেশ শেষে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
শেষের পাতা
নির্বাচন বর্জন করে জনগণকে প্রতিরোধের আহ্বান
পোশাক শ্রমিকদের আন্দোলনে যুক্তরাষ্ট্রের শ্রম অধিকার নীতি
একতরফা নির্বাচনে সংঘাত সংঘর্ষ আরও বাড়াবে
ঘূর্ণিঝড় মিধিলি : সাতজনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি
যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন ১৫ ডিসেম্বর
আজও বিচার হয়নি খুনী মালিকের
লালমনিরহাটে সিপিবির সমাবেশ
‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’
বরিশালে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলন
প্রথমবারের মতো নারী ‘ফায়ার ফাইটার’
খুলনায় যুব নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিক সমাবেশ
গার্মেন্ট শ্রমিক হত্যাকারীদের বিচার দাবি
৭ দিনের সংবাদ...

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..