আড়িপেতে, অধিকার কেড়ে ফের ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবায়িত হবে না
একতা প্রতিবেদক :
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা সভার এক প্রস্তাবে মোবাইল-ইন্টারনেটে আড়িপাতার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত ব্যক্তির গোপনীয়তা রক্ষার সাংবিধানিক অধিকারের চরম লংঘন। প্রস্তাবে বলা হয়, সরকার দীর্ঘ দিন ধরেই বেআইনিভাবে বিভিন্ন ব্যক্তির ফোনালাপ ফাঁস করার মাধ্যমে ব্যক্তির গোপনীয়তা লংঘন করে আসছিল যা এখন আইনি রূপ দিতে যাচ্ছে। প্রস্তাবে বলা হয়, বিরোধী রাজনৈতিক দল ও মতকে দমনের স্বার্থেই সরকার এহেন অগণতান্ত্রিক অসাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণ করছে।
প্রস্তাবে বলা হয়, যে রাষ্ট্রকে বাংলাদেশ এখনো স্বীকৃতি দেয়নি সেই ইসরাইল থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে স্পাইওয়ার ক্রয় করে সরকার, বিরোধী আন্দোলন দমন, নাগরিক অধিকার হরণ করে অন্যায় জবরদস্তির ফ্যাসিবাদী শাসন বলবৎ রাখতে চাইছে এবং পুনরায় ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছে, যা বাস্তবায়ন করা যাবে না।
প্রস্তাবে আড়িপাতার মতো অসাংবিধানিক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে সরকারের নাগরিক অধিকার হরণের সকল স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত ও পদক্ষেপের বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক দল, ব্যক্তিকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
গত ১৬ জানুয়ারি সিপিবি কার্যালয়ে জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, মানস নন্দী, শহীদুল ইসলাম সবুজ ও রুবেল সিকদার।
প্রথম পাতা
বামপন্থিদের সংগ্রাম বেগবান করতে হবে
অভাবের তাড়নায় সন্তান বিক্রি!
‘গ্যাস-বিদ্যুতের দাম, দ্রব্যমূল্য বাড়িয়ে জনদুর্ভোগ বাড়াবেন না’
সম্মেলন ঘিরে উদ্দীপনা, প্রস্তুত হচ্ছে কৃষকরা
বইমেলা নিয়ে একাডেমি ও মন্ত্রণালয়ের কাড়াকাড়ি
মায়ের পরিচয়ে করা যাবে এসআইএফ ফরম পূরণ, রায় হাই কোর্টের
ফেব্রুয়ারিতেই নতুন প্রেসিডেন্ট পাচ্ছে দেশ
গত বছর প্রতি মাসে ৩৭ শিক্ষার্থীর আত্মহত্যা!
সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল পাস
হকার্স ইউনিয়ন সভাপতিসহ ১০ জনকে আটক, পরে মুক্তি, থানা ঘেরাও
ত্রিশালের ৬ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড
ফেব্রুয়ারির শুরুতে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা
‘খেলা’
Login to comment..