গাইবান্ধা, পাবনায় সিপিবি’র সমাবেশে ছাত্রলীগের হামলা
একতা প্রতিবেদক :
দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ সপ্তাহের মধ্যে গাইবান্ধা এবং পাবনার ঈশ্বরদীতে সিপিবির সমাবেশে ছাত্রলীগ হামলা চালিয়েছে।
এর মধ্যে ১৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ পথসভায় ছাত্রলীগের দুর্বৃত্তরা হামলা করে। এতে আহত হন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদিল নান্নু এবং ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার। হামলাকারীরা মাইক ভাংচুর করে, ব্যানার কেড়ে নেয়।
১৮ জানুয়ারি একই ঘটনা ঘটে পাবনার ঈশ্বরদীতে। সেখানেও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ পথসভার ব্যানার ও মাইক কেড়ে নেয় এবং নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আলাদা বিবৃতিতে, দুটি কর্মসূচিতে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের গ্রেফতার দাবি করেন।
তারা হামলাকারীদের চিহ্নিত করে, তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, দুঃশাসন হটানো, ব্যবস্থা বদলানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা ও নায্যমূল্যের দোকান চালু এবং পাচারের টাকা ও খেলাপী ঋণ উদ্ধার সহ এর সাথে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ ও দোষীদের শাস্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দেশে সাম্রজ্যবাদী বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে গত সপ্তাহে দেশব্যাপী সিরিজ বিক্ষোভ কর্মসূচি করেছে সিপিবি।
প্রথম পাতা
বামপন্থিদের সংগ্রাম বেগবান করতে হবে
অভাবের তাড়নায় সন্তান বিক্রি!
‘গ্যাস-বিদ্যুতের দাম, দ্রব্যমূল্য বাড়িয়ে জনদুর্ভোগ বাড়াবেন না’
সম্মেলন ঘিরে উদ্দীপনা, প্রস্তুত হচ্ছে কৃষকরা
বইমেলা নিয়ে একাডেমি ও মন্ত্রণালয়ের কাড়াকাড়ি
মায়ের পরিচয়ে করা যাবে এসআইএফ ফরম পূরণ, রায় হাই কোর্টের
ফেব্রুয়ারিতেই নতুন প্রেসিডেন্ট পাচ্ছে দেশ
গত বছর প্রতি মাসে ৩৭ শিক্ষার্থীর আত্মহত্যা!
সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল পাস
হকার্স ইউনিয়ন সভাপতিসহ ১০ জনকে আটক, পরে মুক্তি, থানা ঘেরাও
ত্রিশালের ৬ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড
ফেব্রুয়ারির শুরুতে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা
‘খেলা’
Login to comment..