মিয়ানমারে মুক্তি পাচ্ছেন ৪ বিদেশিসহ ৬০০০ বন্দী
একতা বিদেশ ডেস্ক :
মিয়ানমারের জান্তা সরকার ৪ বিদেশি নাগরিকসহ ছয় হাজার বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৪ জানুয়ারি দেশটির জাতীয় দিবস (স্বাধীনতা দিবস) সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ১৭ নভেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মুক্তি পেতে যাওয়া চার বিদেশি হলেন অস্ট্রেলিয়ার নাগরিক ও মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সু চির সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টারনেল, মিয়ানমারে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান, যুক্তরাষ্ট্রের নাগরিক কাউ থ উ এবং জাপানের নাগরিক ও চলচ্চিত্রকার তরু কুবোতা। এ ছাড়া মুক্তি পাওয়া এসব ব্যক্তির মধ্যে অন্যতম ভিকি বোম্যানের স্বামী ও মিয়ানমারের নাগরিক শিল্পী কো হেউন লিন রয়েছেন।
মুক্তির সিদ্ধান্ত হওয়া অন্যান্য ব্যক্তির মধ্য ১১ জন তারকা ব্যক্তি ছাড়াও সু চির ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে রয়েছেন।
গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর বিভিন্ন সময় জান্তা সরকার হাজার হাজার বেসামরিক ব্যক্তিকে আটক করে। তাঁদের মধ্যে মুক্তি পেতে যাওয়া এসব ব্যক্তিও ছিলেন।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কগত কারণে ও মানবিক প্রেক্ষাপটে চার বিদেশিকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে কবে নাগাদ এসব ব্যক্তি মুক্তি পাচ্ছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আন্তর্জাতিক
গাজার মৃত্যু উপত্যকায় ৪ দিনের যুদ্ধবিরতি
গাজাবাসীকে বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধের সামিল বলছেন ব্রিকস নেতারা
ভারত আয়োজিত ভার্চ্যুয়াল জি-২০ বৈঠকে যোগ দেবেন পুতিন
বিদ্রোহীদের সশস্ত্র হামলায় কোনঠাসা মায়ানমারের জান্তা সরকার
উদ্ধারের অপেক্ষায় ভারতের সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকরা
ফিলিস্তিনিদের রক্ষায় জরুরি প্রদক্ষেপের আহ্বান চীনের
৭ দিনের দুনিয়া
Login to comment..