উপজেলা সম্মেলন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
সিপিবি’র গোবিন্দগঞ্জ উপজেলা সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বেলা ১২টায় অশোক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড. শাহাদাত হোসেন লাকু। উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মন। গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালা, আল মামুন মোবারক, রঞ্জু মিয়া, প্রভাষ চন্দ্র, হাজী নুরুল ইসলাম, গণেশ মুরমু, এমদাদুল হক প্রমুখ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মতিন মোল্লা। পরে বার্নাবাস টুডুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন, সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন ও আলোচনা, রাজনৈতিক প্রস্তাবের উপর আলোচনা শেষে অশোক আগরওয়ালাকে সভাপতি, আল-মামুন মোবারককে সাধারণ সম্পাদক ও রঞ্জু মিয়াকে সহ সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের গোবিন্দগঞ্জ উপজেলা কমিটি নির্বাচন করা হয়। বিজ্ঞপ্তি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় উল্লাপাড়া সিপিবি অফিসে মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য ও সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি লিয়াকত আলী কাক্কু ও সিপিবি সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমেদ। সম্মেলনে প্রধান অতিথি দ্বাদশ কৎগ্রেস রাজনৈতিক প্রস্তাব দলিল উপর আলোচনা করেন। বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য মোহাম্মদ মজনু হোসেন, ফিরোজ হোসেন। সম্মেলনে আমজাদ হোসেনকে সভাপতি ও মো. মজনু হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি ধানমন্ডি থানার অষ্টাদশ সম্মেলন ধানমন্ডির কমরেড মোহাম্মদ ফরহাদ সড়কে জাতীয় সঙ্গীতের পরিবেশন ও জাতীয় এবং পার্টির পতাকা উড়িয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ধানমন্ডি থানার অষ্টাদশ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান। উদ্বোধনস্থল থেকে ঝিকাতলা বাসস্ট্যান্ড পর্যন্ত একটি সুসজ্জিত পদযাত্রা করে কমরেডরা কাউন্সিল অধিবেশনে উপস্থিত হন। প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে কমরেড মণি সিংহ এবং ১৭তম সম্মেলন পরবর্তীতে মৃত্যুবরণ করেন এমন সকল কমরেড ও শুভানুধ্যায়ী এবং দুর্ঘটনায় নিহত নিরীহ জনগণকে স্মরণ করে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সম্পাদক তাঁর রিপোর্ট ও সভাপতি সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন এবং কমরেডদের আলোচনা শেষে সংযোজন ও বিয়োজনসহ তা গ্রহণ করা হয়। পার্টির ঢাকা নগর সম্মেলনের জন্য ১৫ জন প্রতিনিধি নির্বাচন করা হয়। পরে শংকর আচার্যকে সভাপতি ও আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ধানমন্ডি থানা কমিটি আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে গঠিত হয়েছে। সিপিবি কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও পার্টির তথ্য ও গবেষণা শাখার সদস্য শাহীন রহমান নবগঠিত ধানমন্ডি থানা কমিটি ও সকল কমরেডদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের নেতা কমরেড মণি সিংহ মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের উপদেষ্টা ও বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। তাঁর বর্ণাঢ্য স্মৃতি ও অবদান মুছে ফেলতে অনেক নেতা ও কর্মীদের বলতে শোনা যায়, বাকশাল গঠন করা, জিয়ার খাল খনন আর হ্যাঁ-না ভোটে অংশ নিতে কমরেড মণি সিংহ নির্দেশ দিয়েছিলেন। আর অন্য নেতাদের দাঁড় করানোর চেষ্টা হয়েছে তাঁকে খাটো করে দেখার কৌশল হিসেবে। কমরেড শাহীন রহমান বলেন, বৃটিশ বিরোধী, পাকিস্তানের ও স্বাধীন বাংলাদেশের সামরিক ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন, মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সিপিবি সকল সময় সোচ্চার ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজ্ঞপ্তি সিপিবি সাভার উপজেলা সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাভার উপজেলা সম্মেলন গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ঐদিন বেলা ১১টায় সাভার রানা প্লাজা শহীদ বেদির সামনে পার্টির কন্ট্রোল কমিশন সদস্য, বর্ষীয়ান কৃষকনেতা কমরেড লীনা চক্রবর্তী সম্মেলন উদ্বোধন করেন। সিপিবি সাভার উপজেলা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজেদা বেগম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং কেন্দ্রীয় কমিটির সংগঠক অ্যাড. আনোয়ার হোসেন রেজা। সমাবেশে বক্তারা বলেন, দেশে চলমান দুঃশাসন হঠাতে কমিউনিস্ট, বামপন্থী ও প্রগতিশীল শক্তিকে এগিয়ে আসতে হবে। বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলে গণসংগ্রাম ও গণআন্দোলনের ধারাকে শক্তিশালী করতে হবে। একইদিন বেলা ২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কমরেড ই¯্রাফিল আলমকে সভাপতি এবং সাজেদা বেগম সাজুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের সাভার উপজেলা কমিটি নির্বাচন করা হয়। বিজ্ঞপ্তি কমিউনিস্ট পার্টির পল্টন থানা সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পল্টন থানা সম্মেলনে কার্তিক চক্রবর্তী সভাপতি ও ত্রিদিব সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ৩১ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পল্টন থানার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম। পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখেন পল্টন থানার সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, পল্টন থানার সদস্য সেকান্দার হায়াত, সদস্য মঞ্জুর মঈন, শান্তিনগর শাখার সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক ফারহান হাবীব, পল্টন শাখার সহ-সম্পাদক উত্তম ভৌমিক। উদ্বোধন শেষে কাউন্সিল অধিবেশনে কার্তিক চক্রবর্তীকে সভাপতি ও ত্রিদিব সাহাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পল্টন থানা কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি সিপিবি খুলনা মহানগর কমিটির ২২তম সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগর কমিটির ২২তম সম্মেলন ৬ জানুয়ারি খুলনা প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জ-এ বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার গণমানুষের নেতা সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ। অধিবেশন পরিচালনা করেন নগর সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার। ২২তম মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সরদার রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেখানে আমাদের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। সারা দেশে গণতন্ত্রের নামে চলছে লুটপাটের রাজনীতি। ৯০’র পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছে তারা দেশকে নানাভাবে শোষণ করে চলেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নামে চলছে ভোট ডাকাতির মহোৎসব। রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ বন্ধ করে দিয়ে খুলনাকে মৃত নগরীতে পরিণত করেছে। এ সরকার লুটপাটের চরম শিখরে পৌঁছে গেছে। তার জ্বলন্ত প্রমাণ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের অর্থ কেলেঙ্কারী। আগামী দিনের লড়াই-সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে তিনি আরো বলেন, স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বিদ্যমান সংকট মোকাবেলায় পার্টিকে সুসংগঠিত করে শ্রেণিসংগ্রামের আন্দোলন বেগমান করতে হবে। বিজ্ঞপ্তি হাজারীবাগ থানার প্রথম সম্মেলন ‘শ্রমিক নির্যাতন, হয়রানি ও ছাঁটাই বন্ধ কর’ এই শ্লোগানকে সামনে রেখে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হাজারীবাগ থানার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সিপিবি হাজারীবাগ শাখার সম্মানিত সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা আবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন ও আকতার হোসেন। সম্মেলনে মনিরুল ইসলামকে সভাপতি ও দিলীপ বেপারীকে সাধারণ সম্পাদক এবং আক্তার হোসেন, কামাল আহমেদ ও সিকদার মুজিবর রহমানকে সদস্য নির্বাচিত করে ৭ সদস্যের হাজারীবাগ থানা কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২ জনকে সংযোজন করা হবে। বিজ্ঞপ্তি সিপিবি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলায় ২ জানুয়ারি সকাল ১১টায় সম্মেলনোত্তর নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ মল্লিক। সভায় জেলা কমিটির প্রতিনিধি শেখ সুলতান আহমেদ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জেলা কমিটির সদস্য আব্দুল কাদের, হায়দার আলী ও মো. মোসারেফ হোসেন। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামীদিনের সাংগঠনিক পরিকল্পনা নেয়া হয় ও গণসংগঠনের দায়িত্ব বণ্টন করা হয়। বিজ্ঞপ্তি বেলকুচি উপজেলা সম্মেলন গত ৩১ ডিসেম্বর বেলকুচি উপজেলা সিপিবি সম্মেলন মুন লাইট কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, বিশেষ অতিথি এম আশরাফ সরকার সদস্য জেলা কমিটি ও সাধারণ সম্পাদক কামারখন্দ উপজেলা কমিটি। কমরেড মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদক এর রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, জেলা সম্মেলনের প্রতিনিধি নির্বাচন এবং নতুন কমিটি নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত করা হয়। মতিয়ার রহমানকে সভাপতি এবং সুরমান আলী সোহাগ জয়কে সাধারণ সম্পাদক এবং আবু হানিফ তালুকদারকে সহ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়া ও ২১ জনকে আগামী ২৫ জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা সম্মেলনের প্রতিনিধি নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি সিপিবি সোনাডাঙ্গা থানা সম্মেলনের কাউন্সিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা সম্মেলনের কাউন্সিল ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় দলের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা নিতাই পালকে সভাপতি এবং অধ্যাপক সঞ্জয় সাহাকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য সোনাডাঙ্গা থানা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, রুস্তম আলী হাওলাদার, মাহফুজুর রহমান মুকুল, পারভীন আক্তার শিলা, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ। কাউন্সিলে বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল এবং রুস্তম আলী হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. বাবুল হাওলাদার, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল হান্নান, মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা মাহফুজুর রহমান মুকুল, নীরজ রায়, শরিফুল ইসলাম সেলিম, ফিরোজ মাহমুদ, তুষার বর্মণ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, পারভীন আক্তার শীলা, পঙ্কজ পাল, আনন্দ মোহন রায় প্রমুখ। বিজ্ঞপ্তি সিপিবি পাঁচলাইশ থানা সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানা সম্মেলন ২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে পার্টির বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি প্রমাণ করে সিন্ডিকেটের সাথে সরকারের যোগসাজশ আছে। তিনি বলেন, মহামারীর মধ্যেও মুনাফাখোর লোভীদের নির্মমতার শিকার সাধারণ মানুষ। দেশে গণতন্ত্র গুম হয়ে গেছে। পুরাতন পতিত স্বৈরাচারী ব্যবস্থাকে নতুন চেহারায় পুণঃস্থাপন করা হয়েছে। এই চলমান অগণতান্ত্রিক দুঃশাসন থেকে দেশকে পুণরুদ্ধার করতে শক্তিশালী কমিউনিস্ট পার্টি ও বাম বিকল্প গড়ে তোলা এখন জরুরি। গত ৩১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় বাদুরতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মো. জামালউদ্দিন ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুছা। সম্মেলনে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন সম্পাদক রাহাতউল্লাহ্ জাহিদ। আলোচনা করেন বিশেষ অতিথি মো. মছিউদদৌলা, খোদেজা বেগম, মোহাম্মদ মহসিন, হেলালউদ্দিন, গার্মেন্ট শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ, হায়দার আলী, নোবেল বড়ুয়া প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মুছাকে সভাপতি, রাহাতউল্লাহ্ জাহিদকে সাধারণ সম্পাদক এবং বাদল কান্তি নাথ, রিংকু দে ও মোহাম্মদ মহসিনকে সদস্য করে আগামী দুই বছরের জন্যে ৫ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি পাবনা ঈশ্বরদী উপজেলার ২৩তম সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে ৩০ ডিসেম্বর সকালে ২৩তম উপজেলা সম্মেলন ঈশ্বরদী উপজেলা কার্যালয়ে শওকত আলী সভাপতিত্বে ১ম সেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি, জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক জাতীয় পরিষদ সদস্য কৃষক নেতা সাংবাদিক আহসান হাবিব, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডল, গোলজার হোসেন, ডাঃ অলোক মজুমদার, জাহিদুল ইসলাম রিপন, প্রভাষক জাকিরুল মওলা সুমন, সজল কুমার সরকার, লক্ষণ কুমার রায় প্রমুখ। দ্বিতীয় সেশনে সভাপতিত্ব সজল কুমার সরকার সম্মেলনে ৭ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী উপজেলা কমিটি গঠন করা হয়। সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক, ডা. অলোক মজুমদার, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিপন, সদস্য জুয়েল হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, জীবন দাস, কৃষক নেতা বীর মুক্তিদ্ধো জামাত আলী মন্ডল। আব্দুর রাজ্জাক বলেন, আগামী ২১ জানুয়ারি সকাল ১০ টায় পাবনায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি বিয়ানীবাজার উপজেলা সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখার সম্মেলন গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম খোকা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। পার্টির বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়সল আহমদ, দয়াময় কুমার দে, কাউন্সিলর আকছার হোসেন, সাংবাদিক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার উদীচীর আহবায়ক মাছুম আহমদ প্রমুখ। সম্মেলনে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, ‘মধ্য রাতের ভোট ডাকাতির সরকার কর্তৃক স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের কারণে বর্তমানে দেশজুড়ে এক অচলাবস্থা তৈরি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতায় এবং অগণতান্ত্রিক শাসন-শোষণের ফলে দেশে চলছে শাসক দলের লোকদের দ্বারা অবাধ লুটপাট, সিন্ডিকেট ব্যবসা, খুন, গুম, রাহাজানি আর দুর্নীতি। রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ক্রমশ বাড়ছে ধর্মান্ধ ও মৌলবাদী গোষ্ঠীর সাম্প্রদায়িক সহিংসতা। মৌলবাদী গোষ্ঠীর পাশাপাশি এসব সহিংসতায় সরকারি দলের লোকজনসহ বিরোধী দলের লোকদের সম্পৃক্ততারও খবর প্রকাশিত হচ্ছে। এতে মানুষের মনে আতংকের সৃস্টি হচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগছে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধগতিতে শ্রমিক কৃষকসহ মেহনতি জনসাধারণ আজ দিশেহারা হয়ে পড়েছে। এমন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে ভাঙ্গাচোরা এ সমাজটাকে পাল্টাতে হবে।’ বক্তারা বলেন, ‘সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম ছাড়া মানুষের মুক্তির আর কোনো উপায় নেই।’ তাই নিজেদের অধিকার বুঝে নিতে নতুন সমাজ গড়ার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার জন্য জনগণের প্রতি বক্তারা আহবান জানান। সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ফাহিম চৌধুরী। শাখার রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট আবুল কাসেম ও আনিসুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজিত আচার্য্য। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..